জ্বরে ভুগছেন রুক্মিনী, বান্ধবীর সঙ্গে করোনা আক্রান্ত দেব? গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাংসদ

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক টলিউড তারকার করোনা (corona) আক্রান্ত হওয়ার খব‍র মিলছে। মঙ্গলবার রাতে দ্বিতীয় বার করোনা রিপোর্ট পজিটিভ আসার কথা জনিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly) ও রাজ চক্রবর্তী (raj chakraborty)। এবার গুঞ্জন শুরু হল দেব ও রুক্মিনী মৈত্রকে নিয়ে। টলিপাড়ার অভ‍্যন্তরে খবর ছড়িয়েছে, দুই তারকা জুটিও নাকি করোনা আক্রান্ত।

গুঞ্জন বেশি বাড়তে দেননি দেব। সোশ‍্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছেন সত‍্যি আসলে কী। অভিনেতা লিখেছেন, ‘আমার করোনা আক্রান্ত হওয়ার গুঞ্জন এখনো পর্যন্ত মিথ‍্যে। সকালে আমি আরটি পিসিআর টেস্ট করিয়েছি। রাতে তার রিপোর্ট পাব। সকলকে ধন‍্যবাদ আমাকে নিয়ে ভাবার জন‍্য। একটা বিষয় নিশ্চিত যে আমরা যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। সিনেমা, মিছিল, মেলা, বড় জমায়েত সব পরে হতে পারে। নিজের প্রিয়জনদের যত্নে রাখুন। মাস্ক পরুন।’

66330807
দেবকে নিয়ে গুঞ্জন বাড়ার কারণ মূলত বান্ধবী রুক্মিনী। নতুন বছরের শুরুতেই জ্বরে পড়েছেন তিনি। যদিও দুদিন আগে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, তবুও সাবধানতার খাতিরেই নিজেও করোনা পরীক্ষা করিয়েছেন দেব। আপাতত অপেক্ষা সেই পরীক্ষার ফলাফল জানার।

অপরদিকে মঙ্গলবার রাতে সোশ‍্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান রাজ শুভশ্রী। অভিনেত্রী লিখেছেন, ‘আমি এবং রাজ দুজনেরই করোনা ধরা পড়েছে। আমরা নিজেদের আলাদা করে নিয়েছি। গত ৭২ ঘন্টায় যারা যারা আমাদের সংস্পর্শে এসেছেন দয়া করে করোনা পরীক্ষা করান এবং নিজেদের আইসোলেশনে রাখুন। দয়া করে সতর্ক থাকুন এবং মাস্ক পরুন। আমরা ঠিক আছি, আপনাদের সকলের আশীর্বাদ ও ভালবাসায় এই বিপদ থেকে উদ্ধার পাবোই।’

https://www.instagram.com/p/CYVweptP9-B/?utm_medium=copy_link

উল্লেখ‍্য, এর আগে করোনার প্রথম ঢেউয়ের সময়ে আক্রান্ত হন রাজ ও তাঁর বাবা। বাঁচানো যায়নি পরিচালকের বর্ষীয়ান বাবাকে। সে সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন শুভশ্রী। পরবর্তীকালে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে আক্রান্ত হন তিনিও। সে সময়ে ছেলে ইউভানের মাত্র কয়েক মাস বয়স। এবার ফের রাজ শুভশ্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর মেলায় ছোট্ট ইউভানের জন‍্য চিন্তিত অনুরাগীরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর