জল্পনাই সত‍্যি হল, ‘নটী বিনোদিনী’ রূপে রুক্মিনীর প্রথম লুক ফাঁস করলেন দেব

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জল্পনা ছিল আগে থেকেই। সেটাই সত‍্যি হল সোমবার। প্রযোজনা কেরিয়ারের অন‍্যতম গুরুত্বপূর্ণ একটি প্রোজেক্টের ঘোষনা করলেন দেব (Dev)। প্রকাশ‍্যে আনলেন ‘নটি বিনোদিনী’ রূপে রুক্মিনী মৈত্রের (Rukmini Moitra) প্রথম লুক। ছবির নাম ‘বিনোদিনী’। পরিচালনায় রামকমল মুখোপাধ‍্যায়।

প্রথম ঝলকে দেখা গেল পুরনো দিনের স্টার থিয়েটার আর সেখানে শ্রীচৈতন‍্য রূপে বিনোদিনী রুক্মিনীকে। প্রথম ঝলকটা শেয়ার করে দেব লিখেছেন ‘এমন একটি সম্মানীয় ছবির অংশ হতে পেরে সম্মানিত এবং গর্বিত যেখানে কিংবদন্তি থিয়েটার অভিনেত্রী বিনোদিনী দাসীর জীবনকাহিনি বর্ণিত হতে চলেছে। এই সফরে আপনাদের আশীর্বাদ কামনা করি।’ গল্পে মুখ‍্য চরিত্র রূপে দেখা যাবে রুক্মিনীকে।


গতকালই এ বিষয়ে ঘোষনা করেছিলেন নতুন ছবির কথা। জানা গিয়েছে, ২০১৯ সালে এই ছবির ঘোষনা করেছিলেন পরিচালক রামকমল মুখোপাধ‍্যায়। বেশ বড় বাজেটের পিরিয়ড ড্রামা হতে চলেছে। কিন্তু সে সময়ে ছবির শুটিং বন্ধ হয়ে গিয়েছিল করোনার কারণে। অতিমারি বিদায় নিতে আবারো ছবির কাজ শুরু করছেন পরিচালক।

ছবির প্রযোজনার দায়িত্বে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস এবং অ্যাসর্টেড মোশন পিকচার্স। তবে দেবেথ প্রযোজনায় অন‍্যান‍্য ছবির মতো এটিতেও তিনি নিজে অভিনয় করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। বিস্তারিত তথ‍্য পেতে এখনো দেরি আছে।

https://www.instagram.com/reel/CiHSB9uBnsE/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, দেবের সঙ্গে রুক্মিনীর শেষ ছবি ‘কিশমিশ’। বেশ হিট হয়েছিল ছবিটি। আগামীতে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের সঙ্গে ‘কাছের মানুষ’ ছবিতে দেখা যাবে দেবকে। থাকবেন অভিনেত্রী ইশা সাহাও। চলতি বছর দূর্গাপুজোতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কাছের মানুষ।

সম্পর্কিত খবর

X