বাংলা হান্ট ডেস্ক : গত বছর শীতের ছুটিতে মুক্তি পেয়েছিল দেব (Dev) মিঠুনের (Mithun) প্রজাপতি (Projapoti)। ছবি ঘোষণার দিন থেকেই বিতর্কে মোড়া ছিল দেব-মিঠুনের যুগলবন্দী। তবে সবকিছুকে পিছনে ফেলে বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং চালিয়েছিল দেবের এই ছবি। এরপর ‘বাঘা যতীন’ নিয়েও দর্শকদের আশা তুঙ্গে। আসন্ন পুজোতেই মুক্তি পেতে চলেছে এই ছবি। এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ব্যাপক ভাইরাল হচ্ছে যার সারমর্ম এই যে, একমাত্র দেবের ছবিই নাকি বাংলা ইন্ডাস্ট্রিকে ব্যবসা দিচ্ছে।
একজন তো সোজাসুজি লিখেছেন, ‘তোতলা ছেলেটাই আজ ইন্ডাস্ট্রির ভরসা’। উল্লেখ্য, চলতি বছর পঞ্চমীর দিনই অর্থাৎ ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে বাঘা যতীন। তবে এবছর ‘বাঘা যতীন’ ছাড়াও আরও একগুচ্ছ হেভি ওয়েট ছবি মুক্তি পেতে চলেছে। আর তাই তো সবাইকে টেক্কা দিতে রীতিমত ফাটিয়ে প্রচার সারছেন দেব। স্কুল থেকে শুরু করে শপিং মল, কিংবা ভরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে জনসংযোগ করে সবাইকে জানাচ্ছেন বাঘা যতীনের কথা।
এসবের মাঝেই একটি খোলাখুলি সাক্ষাৎকারে বসেছিলেন অভিনেতা। এইদিন তাকে প্রশ্ন করা হয়, ভক্তদের দাবি নিয়ে। আজকাল অনেকেই বলছেন যে, একমাত্র দেবের ছবিই ইন্ডাস্ট্রিকে ব্যবসা দিচ্ছে। তাছাড়া পরিসংখ্যানও তো এমনটাই বলছে। কিছুদিন আগেই একটি মিডিয়া রিপোর্টে বলা হয়, টলিউডের সর্বোচ্চ আয়করী ৫ টি ছবির মধ্যে প্রথম পাঁচটিই দেবের। এখন এই নিয়ে দেব নিজে কী বলছেন?
জবাবে কোনও কথা না বলে কেবল হাত জোড় করে দেব বুঝিয়ে দিলেন যে তিনি তার দর্শকদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি এটাও মেনে নেন যে তার ছবি সত্যিই টলিউডকে ভালো ব্যবসা দিচ্ছে। এবং আগামীতেও দর্শকরা তার পাশে থাকবেন এমনটাই তার আশা। এই মুহূর্তে দেবের নজর কেবল বাঘা যতীনের দিকে। এছাড়াও লাইনে রয়েছে প্রধান।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের পুজোয় দেবের বাঘা যতীনের পাশাপাশি মুক্তি পেতে চলেছে সৃজিতের দশম অবতার। ছবিতে কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত। এছাড়া শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত রক্তবীজ মুক্তি পাচ্ছে। যেখানে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জিকে। এবং অরিন্দম শীল পরিচালিত মিতিন মাসিও মুক্তি পাচ্ছে ঐ একই দিনে। এদিকে যশের ‘ইয়ারিয়া ২’ও মুক্তি পাবে চলতি বছরের পুজোতেই।