‘ছোট পুকুরেই বড় মাছ হওয়া…’, বলিউড ডেবিউ নিয়ে বড় বয়ান দেবের

বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র কয়েকদিন, তারপরেই মুক্তি পেতে চলেছে দেব (Dev) অভিনীত ছবি ‘বাঘা যতীন’ (Bagha Jatin)। বিগত বেশকিছুদিন ধরেই চলছে জোরসোর প্রচার। আর তার মাঝেই এক বড় তথ্য সামনে আনলেন দেব। অভিনেতা জানালেন, এর আগে বলিউড (Bollywood) থেকে একাধিক ছবির অফার পেলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। কেন, কী কারণ__সমস্ত বৃতান্তই জানালেন অভিনেতা।

আসলে আজকের দিনে সবাই যেখানে হিন্দি বলয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে সেখানে দেবের এই বক্তব্য অবাক করা তো বটেই। তবুও বাংলা ইন্ডাস্ট্রিতে তার প্রভাব প্রতিপত্তি কোনোটাই অস্বীকার করা যায়না। রোজই তিনি নিজেকে ভাঙছেন, গড়ছেন। হামেশাই কিছু নতুন করার চেষ্টায় রয়েছেন। তবুও যেখানে প্রসেনজিৎ, যিশু, স্বস্তিকার মত তারকারা বলিউড যাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন সেখানে দেব সেই পথে হাঁটতে রাজি নন।

এইদিন এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘পেয়েছি। মিথ্যে বলব না আমি কিছু ছবির জন্য ডাক পেয়েছিলাম। আজ আমি তাদের কারও নাম নেব না, কিন্তু আমার মনে হয়নি সেই চরিত্রগুলোর জন্য বাংলা ছেড়ে চলে যাওয়া যায়। বা উচিত। সব চরিত্র আমাকে খুশি করতে পারে না। আর সেই চরিত্র করার জন্য আপনাকে খুশি হতে হবে অন্তর থেকে। সেটাকে বাংলায় যা করছি তার মতোই বড় কিছু হতে হবে।’

আরও পড়ুন : ‘ছোট পুকুরেই বড় মাছ হওয়া…’, বলিউড ডেবিউ নিয়ে বড় বয়ান দেবের

এখানেই থেমে থাকেননি অভিনেতা। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমি এখানে যা করছি তাতেই খুশি। তার মানে এটা নয় যে আমি নিজেকে সংকীর্ণ একটা গণ্ডিতে আটকে রেখেছি। বা বলিউডে কাজ করতে চাই না।’ আসলে অভিনেতার কাছে কাজটা আসল। ভালো কাজ যখন হচ্ছে তখন কেবল ‘বলিউড’ তকমার লোভে ছুটে যাওয়াটা বোকামি। অভিনেতার স্পষ্ট কথা, ‘বড়ো পুকুরে ছোট মাছ হওয়ার থেকে, ছোট পুকুরে বড় মাছ হওয়া অনেক ভালো।’

আরও পড়ুন : ‘টাকা আসবে যাবে, কিন্তু…’, সাক্ষাৎকারে এ কী বললেন ‘ইচ্ছে পুতুল’র মেঘ তিতিক্ষা

 

Dev

অর্থাৎ তিনি এখন অল্পসল্প যা করছেন তাতেই খুশি। উল্লেখ্য, আগামী ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বাঘা যতীন। এই ছবিতে ফুটে উঠবে এই মহান বিপ্লবীর লড়াইয়ের গল্প। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন সুপারস্টার দেব। তিনি জুটি বেঁধেছেন নবাগতা হিরোইন সৃজা দত্তের সাথে। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তীও। পাশাপাশি এইদিন মুক্তি পাবে রক্তবীজ, দশম অবতার এবং জঙ্গলে মিতিন মাসী।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর