বিয়ের নামগন্ধ নেই, বাবা কবে হতে চান? প্রশ্ন শুনেই যা বললেন দেব…

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : নিজের ফিল্মি কেরিয়ার নিয়ে খুবই ব্যস্ত দেব (Dev)। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে তাঁর। বছরে একাধিক ছবি উপহার দিচ্ছেন ইন্ডাস্ট্রির সুপারস্টার। বক্স অফিসেও অধিকাংশ ছবিই সফল। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই আগ্রহ বেশি আমজনতার। প্রায়ই বিয়ে নিয়ে প্রশ্নের সম্মুখীন হন দেব (Dev)। তবে এবার আর বিয়ে নয়, সরাসরি সন্তান নিয়ে প্রশ্নের মুখে পড়লেন অভিনেতা।

সন্তান নিয়ে প্রশ্ন এবার দেবকে (Dev)

৪০ ইতিমধ্যেই পার করেছেন দেব (Dev)। কিন্তু বিয়ের নাম মুখেই আনেন না তিনি। রুক্মিণীর সঙ্গে বিয়ের প্রসঙ্গ উঠলেও সুকৌশলে এড়িয়ে যান। তবে এবার সোজাসুজি সন্তান নিয়ে প্রশ্নের মুখে পড়লেন দেব। আসলে আগামীতে ‘প্রজাপতি ২’তে সিঙ্গেল ফাদারের চরিত্রে দেখা যাবে তাঁকে। বাস্তবেও কি বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ রয়েছে দেবের (Dev)?

Dev talks about fatherhood

কী বললেন অভিনেতা: তবে এমন প্রশ্ন শুনেই হঠাৎ করে চমকে ওঠেন দেব (Dev)। বলে ওঠেন, ‘আগে তো বিয়ে করতে হবে’! তবে অভিনেতা বলেন, নিজের পরিবার গড়ার ইচ্ছা তাঁরও রয়েছে। যদিও তাঁর মতে, সবটাই ভাগ্যের উপরে নির্ভর করে। কপালে থাকলে বিয়ে সংসার হবে তাঁরও, এমনটাই মনে করেন তিনি।

আরও পড়ুন : ১২০০ টনের জায়গায় মাত্র ১৪৪ টন! ইলিশ নিয়েও ভারত বিরোধিতা চরমে ইউনূসের

বক্স অফিসে ঝড় রঘু ডাকাতের: প্রসঙ্গত, চলতি পুজোয় ‘রঘু ডাকাত’ হয়ে ধরা দিয়েছেন দেব। রিপোর্ট বলছে, পুজো জুড়ে বক্স অফিসে রাজত্ব করেছে রঘু ডাকাত। সূত্রের খবর বলছে, মহাষ্টমীতে প্রায় ১ কোটি ৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে রঘু ডাকাত এর। নবমীতেও ‘ক্রেজ’ কমেনি দেবের ছবির। এদিন টিকিট বিক্রি হয় প্রায় ১ কোটি ২ লক্ষ। পুজোর শেষ দিন দশমীতেও বক্স অফিসে রঘু ডাকাতেরই (Raghu Dakat) রমরমা থেকেছে।

আরও পড়ুন : চিতল নয়, ভাইফোঁটায় চেখে দেখুন চিংড়ির মুইঠ্যা, সঙ্গে হোক কাশ্মীরি ইলিশের যুগলবন্দি, রইল রেসিপি

আগামীতে প্রজাপতি ২ মুক্তি পেতে চলেছে দেবের। সেখানেই এবার সিঙ্গেল ফাদারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অভিজিৎ সেন পরিচালিত ছবিটিতে নায়িকা হিসেবে দেখা যাবে ইধিকা পাল এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকে। থাকছেন মিঠুন চক্রবর্তীও।