বিধায়কের মেয়ে কিনা ‘শাকচুন্নি’! সোশ্যাল মিডিয়ায় জবাব দিলেন উত্তম কুমারের নাতবউ দেবলীনা

বাংলাহান্ট ডেস্ক : বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবলীনা কুমার (Devlina Kumar)। তিনি তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের কন্যা। তবে এখানেই শেষ নয়। তাঁর আরও একটি পরিচয় হল তিনি মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) নাতবউ। বলা বাহুল্য, টলিপাড়ায় (Tollywood)  একটি জনপ্রিয় নাম দেবলীনা।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সক্রিয় অভিনেত্রী। মাঝেমধ্যে তিনি ভাগাভাগি করে নেন নিজের জীবনের নানান রকম গল্প। সম্প্রতিও এমনই একটি পোস্ট তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন বডি শেমিং এর প্রসঙ্গ নিয়ে।

Devlina Kumar

দুটি ছবি শেয়ার করে দেবলীনা লেখেন, ‘ একটা সময় আমাকে শুনতে হতো, কত মোটা। একেবারে গোলগাল চেহারা। এমনকি অনেকেই আবার দিয়েছেন শরীর চর্চা করার পরামর্শ। বলেছেন বয়সের থেকে নাকি বেশি বড় দেখায় আমাকে। যদিও বর্তমানে রোগা হওয়ার পরেও কিন্তু বন্ধ হয়নি সমালোচকদের মুখ। এখন আমাকে শুনতে হয়, তুমি এত রোগা কেন। তোমাকে একেবারে শাকচুন্নির মতন দেখতে লাগে। আগে বেশ মিষ্টি লাগতো’।

অভিনেত্রীর সংযোজন, ‘এত কিছুর পর আমি বুঝতে পেরেছি তোমার নিজের যেটা ভালো লাগে সেটাই করা উচিত। লোকের কাজই ভুলভাল মন্তব্য করা তাই তারা করবেই। আমি যেমনই হই না কেন আমি জেনেটিক্যালি ধন্য। আসলে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছি যারা কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলায় বিশ্বাসী। রোগা বা মোটা হওয়াটা কোন ম্যাটার করে না। সুস্থ থাকাটাই জরুরী’।

Devlina Kumar

উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখ বক্স অফিসে মুক্তি পেতে চলেছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ফাটাফাটি’। এই ছবিতে মুখ্য চরিত্রে ধরা দেবেন আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। মেয়েদের ছুত মার্ক কাটাতে এক অন্যরকম গল্প নিয়ে হাজির হতে চলেছে এই ছবি। আর ঠিক তার আগেই বডি শেমিং নিয়ে লম্বা চওড়া পোস্ট করলেন উত্তম কুমারের নাতবউ।

additiya

সম্পর্কিত খবর