সার্কাসের গল্পে মহানায়কের নাতি-নাতবৌ, এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধছেন গৌরব-দেবলীনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এক বছর আগে উত্তম কুমারের নাতবৌ হয়েছেন দেবলীনা কুমার (Devlina Kumar)। বাপের বাড়িতে রাজনীতির চর্চা হলে শ্বশুরবাড়ি সম্পূর্ণ উলটো। সেখানে বহু বছর ধরে চলে আসছে সিনেমা চর্চা। মহানায়কের বাড়ি বলে কথা। টুকটাক অভিনয় দেবলীনাও করেন। তবে স্বামী গৌরব চট্টোপাধ‍্যায়ের (Gourab Chatterjee) সঙ্গে কখনো বড়পর্দায় জুটি বাঁধা হয়ে ওঠেনি।

সেই সুযোগ এল অবশেষে। পরিচালক জুটি রাজেশ দত্ত ও ইপ্সিতা রায় সরকারের ছবিতে। গল্পের বিষয়বস্তুও নস্টালজিয়ায় পরিপূর্ণ, সার্কাস। ছবির নাম ‘সার্কাসের ঘোড়া’। তবে দেবলীনা গৌরবের চরিত্রগুলি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।


বাঙালির সঙ্গে সার্কাসের যোগ অনেক পুরনো। ছোটবেলার স্মৃতি ঘেঁটে দেখলে বাবা মায়ের হাঁত ধরে সার্কাসের তাঁবুতে ঢুঁ মারার স্মৃতি হয়তো পাওয়া যাবে। তবে এখনকার দিনে এমন ছবি খুব কমই দেখা যায়। প্রজন্ম যত এগিয়েছে তত ছোটদের হাতে উঠেছে স্মার্ট গ‍্যাজেটস। সার্কাসের তাঁবু এখন ব্রাত‍্য। পরিচালক জুটি তাই ছবির মাধ‍্যমেই সার্কাসের আনন্দ উপহার দিতে চান ছোটদের। সেই সঙ্গে বড়রাও আরেকবার শৈশবটা ঝালিয়ে নেবেন।

আনন্দবাজার অনলাইনকে পরিচালক জুটি জানান, ছবিতে দুটি গল্প সমান্তরালে চলবে। গল্পের কেন্দ্রে এক বর্ষীয়ান দম্পতি। মানিকবাবু একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। তিনি ও তাঁর স্ত্রী কলকাতায় থাকলেও ছেলে, বৌমা ও নাতি থাকে বিদেশে। নাতিকে কাছে না পাওয়ায় নিজের বন্ধুর নাতিকেই আপন করে নেন মানিকবাবু।


বন্ধুর নাতিকে একদিন গল্পের ছলে সার্কাসের ঘোড়ার কথা বলেন তিনি। এখান থেকেই শুরু দ্বিতীয় গল্পের। সেখানে গোটা সার্কাসের তাঁবুকেই তুলে আনছেন পরিচালকরা। এই অংশের জন‍্য নাকি ২০১৯ সালে একটি সার্কাসের কোম্পানির সঙ্গে চুক্তি করেছিলেন তাঁরা।

আসলে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল দু বছর আগে। কিন্তু করোনার দয়ায় পিছিয়ে যায় মুক্তি। আসল সার্কাসে জোকার হিসাবে কর্মরত ধনঞ্জয়ও নাকি অভিনয় করছেন ছবিতে। দেবলীনা গৌরব ছাড়া মুখ‍্য ভূমিকায় রয়েছেন পরান বন্দ‍্যোপাধ‍্যায়, লিলি চক্রবর্তী। এছাড়াও রয়েছেন দীপঙ্কর দে, ইন্দ্রাণী হালদার, সাহেব চট্টোপাধ্যায়, দেবাশিস ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্তর মতো অভিনেতা অভিনেত্রীরা। চলতি গ্রীষ্মেই মুক্তি পাবে ‘সার্কাসের ঘোড়া’।

সম্পর্কিত খবর

X