নতুন বৌকে পেয়েই চুমু খেতে ঝুঁকলেন গৌরব, লাল বেনারসী মাথায় মুকুট নিয়ে ভাইরাল দেবলীনার ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তিন বছরের প্রেম অবশেষে পরিণতি পেল গত ৯ ডিসেম্বর। সাতপাকে বাঁধা পড়লেন দেবলীনা কুমার (devlina kumar) ও গৌরব চ‍্যাটার্জি (gourab chatterjee)। দুজনের পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধবের উপস্থিতিতেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। সম্পূর্ণ বৈদিক নিয়ম মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন গৌরব দেবলীনা।

সিঁদুরদানের ছবি শেয়ার করার পরে এবার ফের একটি নতুন ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেবলীনা। ছবিতে গৌরবকে পাশে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নব বিবাহিতা স্ত্রীর গালে চুম্বন করতে যাচ্ছেন গৌরব। দেবলীনার পরনে লাল টুকটুকে বেনারসী, মাথায় মুকুট। পাশে গৌরবও পরেছেন লাল পাঞ্জাবি ও ফ্লোরাল প্রিন্টের ধুতি। দুজনের গলাতেই ফুলের মালা। ছবিতে ক‍্যাপশনে দেবলীনা লিখেছেন, ‘মোরা দুজনে’।

এর আগে গৌরবের পরিবারের সদস‍্যদের সঙ্গে ক‍্যামেরাবন্দি হন দেবলীনা। বৌভাতের দিন গৌরবকে পাশে নিয়ে শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে পোজ দেন তিনি। এইদিন দেবলীনার পরনে ছিল বেগুনি রঙের বেনারসী, পাশে তসরের ধুতি পাঞ্জাবিতে গৌরব।

https://www.instagram.com/p/CIvNKXWADDl/?igshid=6idt18fmdbq8

এই তারকা জুটির বিয়ে নিয়ে অনেকদিন ধরেই সরগরম ছিল সোশ‍্যাল মিডিয়া। বিয়ের খবর প্রকাশ‍্যে আসার পর একসঙ্গে কিছু ফটোশুটও করেন তাঁরা। বিয়ের আগে মেহেন্দি, গায়ে হলুদের ছবিও নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন দেবলীনা।

https://www.instagram.com/p/CIsGYn_A-RL/?igshid=171fr8svkar1e

গৌরব নিজেই স্ত্রী দেবলীনার সঙ্গে বিয়ের একটি ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এক্কেবারে বাঙালি কনের মতোই লাল বেনারসি, সোনায় গয়নায় সেজেছিলেন দেবলীনা। পাশে সাদা পাঞ্জাবিতে গৌরব। বিয়ের পর পরদিন সকালে সমস্ত রীতি মেনে স্ত্রীকে নিয়ে বাড়িতে প্রবেশ করেন উত্তম কুমারের নাতি গৌরব। জানা গিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর গ্র‍্যান্ড রিসেপশন দেবলীনা গৌরবের।

X