‘শান্তির দূত’ বলে কটাক্ষ করেছিলেন! শাহনাওয়াজের সঙ্গে নিকাহ-র পর দেবলীনার পুরনো টুইট ভাইরাল

বাংলাহান্ট ডেস্ক: বিগত কয়েকদিন ধরে বিতর্কের শিরোনামে অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)। নিজের জিম ট্রেনার শাহনাওয়াজ শেখকে বিয়ে করে রাতারাতি সমস্ত লাইমলাইট নিজের দিকে টেনে নিয়েছেন তিনি। অন‍্য ধর্মে বিয়ে করা ইস্তক নিন্দা, সমালোচনা শুনে যাচ্ছেন বাঙালি কন‍্যে। এমনকি দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ভয়াবহতার প্রসঙ্গ টেনে এনেও অনেকে কটাক্ষ করেছেন দেবলীনাকে।

মুসলিম ধর্মাবলম্বী প্রেমিককে বিয়ে করার জন্য লাগাতার সমালোচনার শিকার হচ্ছেন দেবলীনা। এমনকি কুরুচিকর মশকরাও চলছে তাঁকে নিয়ে। শোনা যাচ্ছে, এই বিয়ে, সম্পর্কটা নিয়ে অভিনেত্রীর পরিবারের অন্দরেও দেখা দিয়েছে সমস্যা। এর মধ‍্যেও কুরুচিকর ট্রোলিংয়ে জেরবার দেবলীনা।

devoleena bhattacharjee marriage
দিল্লির আফতাব-শ্রদ্ধা কাণ্ডের ছায়া এখনো ফিকে হয়নি মানুষের মন থেকে। লিভ ইন সঙ্গী শ্রদ্ধাকে খুন করে তার দেহের ৩৫ টুকরো করে ফ্রিজে ভরে রেখেছিল আফতাব। তারপর সুযোগ বুঝে তা ছড়িয়ে দেয় দিল্লির আনাচে কানাচে। ওই নৃশংসতা নিয়েও মিম তৈরি হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। আর এবারে শ্রদ্ধার পরিণতির কথা মনে করিয়ে দিয়েই দেবলীনাকে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন নেটনাগরিকরা।

কেউ লিখেছেন, আবার ৩৫ টুকরো বা তার বেশি। আবার কুৎসিত কটাক্ষ, ফ্রিজেই পাওয়া যাবে এবার! সেই সঙ্গে ভাইরাল হয়েছে দেবলীনার পুরনো টুইটও। উদয়পুর হত‍্যাকাণ্ডের সময়ে অভিযুক্তদের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘শান্তি প্রচার করা দূতদের কাছে অশান্তি ছড়ানোর হাতিয়ার। এটা কি পরিকল্পিত হত‍্যা ছিল নাকি শান্তির দূতদের কাছে এই ধরণের অস্ত্র রাখা খুব স্বাভাবিক ব‍্যাপার?’

https://twitter.com/tara_Stories/status/1603392171411132417?t=1B5TUhUdUarIm0UhywAAXw&s=19

টুইটটি নতুন করে শেয়ার করে এক ব‍্যক্তি কটাক্ষ করেছেন, ‘জেনে ভাল লাগছে যে আপনার সন্তানও একজন শান্তির দূত হবে যেটা আপনি নিজেই এক সময়ে বলেছিলেন।’ লাগাতার সমালোচনার তীরে বিদ্ধ হতে হতে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রীও।

পালটা তোপ দেগে তিনি লিখেছেন, ‘আরে আরে আপনার হবু স্ত্রী, সন্তানরা মিলে আপনাকেই না ফ্রিজে ঢুকিয়ে দেয়! আমি নিশ্চিত যে মনে আছে, কারণ বেশি পুরনো খবর তো নয়। তবুও আপনাকে শুভেচ্ছা জানাই।’ সঙ্গে তিনি এও লিখেছেন, আব্দুল কালামের মতো তৈরি ক‍রতে চান নিজের সন্তানদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর