সরকারি চাকরির দারুণ সুযোগ! একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বেতন ১ লক্ষ ৬০ হাজার টাকা

বাংলাহান্ট ডেস্কঃ সরকারি চাকরি (Job) প্রার্থীদের  জন্য দুর্দান্ত খবর। ভারত সরকার ডেডিকেটেড ফ্রেইট করিডোরের জন্য একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের (Govt Job) জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। যার বেতন সীমা 1 লক্ষ 60 হাজার টাকা পর্যন্ত। তাহলে আর দেরি নয়, কেন্দ্রীয় সরকারের এই মোটা বেতনের চাকরির (Central Govt Job) এই সুযোগটি হাতছাড়া করতে না চাইলে এখনই জেনে নিন বিস্তারিত।

নিয়োগ হতে চলেছে ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে (DFCCIL)। মোট 1047 টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তির খুঁটিনাটি সহ আবেদন প্রক্রিয়াটি বিস্তারিত তুলে ধরা হল।

dfccil jobs

শূন্যপদের বিভাজনঃ

জুনিয়র ম্যানেজার (সিভিল) – 31 টি পদ।
জুনিয়র ম্যানেজার (অপারেশনস এবং বিডি) – 77 টি পদ।
জুনিয়র ম্যানেজার (যান্ত্রিক) – 03 টি পদ।
এক্সিকিউটিভ (সিভিল) – 73 টি পদ।
এক্সিকিউটিভ (বৈদ্যুতিক) – 42 টি পদ।
এক্সিকিউটিভ (সিগন্যাল এবং টেলিযোগাযোগ) – 87 টি পদ।
এক্সিকিউটিভ (অপারেশনস এবং বিডি) – 237 পদ
এক্সিকিউটিভ (মেকানিকাল) – 03 টি পদ।
জুনিয়র এক্সিকিউটিভ (বৈদ্যুতিক) – 135 পদ
জুনিয়র এক্সিকিউটিভ (সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন) – ১৪7 টি পদ
জুনিয়র এক্সিকিউটিভ (অপারেশনস এবং বিডি) – 225 পদ
জুনিয়র এক্সিকিউটিভ (মেকানিকাল) – 14 টি পদ।
মোট পোস্টের সংখ্যা – 1047

বেতন কাঠামোঃ

জুনিয়র ম্যানেজার – মাসে 50 হাজার থেকে 1.60 লক্ষ টাকা
এক্সিকিউটিভ – মাসে 30 হাজার থেকে 1.20 লক্ষ টাকা
জুনিয়র এক্সিকিউটিভ – মাসে 25 হাজার থেকে 68 হাজার টাকা
জানিয়ে দি, এটি বেসিক বেতন। কেন্দ্রীয় বেতন স্কেল অনুযায়ী নির্বাচিতরা অন্যান্য ভাতার পাশাপাশি প্রতি মাসে মোটা বেতন পাবেন।

যোগ্যতাঃ

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। এর সম্পূর্ণ বিবরণের জন্য নিন্মে প্রদত্ত নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করুন। দশম শ্রেণির পরে আইটিআই কোর্স যারা পড়াচ্ছেন তাদের জন্যও শূন্যপদ রয়েছে, সংশ্লিষ্ট অনুষদে ডিপ্লোমা, যে কোনও বিভাগ থেকে সাধারণ স্নাতক, এমবিএ বা পিজিডিএম এবং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকরাও একাধিক পদে আবেদন করতে পারবেন।

নির্বাচন পদ্ধতিঃ

কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ভিত্তিতে বাছাই করা হবে। জুনিয়র ম্যানেজার পদের জন্য সিবিটির পরেও ইন্টারভিউ নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়াঃ

এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে, আপনাকে ডিএফসিসিআইএল ওয়েবসাইট dfccil.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া 24এপ্রিল 2021 থেকে শুরু হয়েছে। আপনি 20 মে 2021 অবধি আবেদন করতে পারবেন। জুনিয়র ম্যানেজারের জন্য আবেদনের ফি 1000 টাকা, এক্সিকিউটিভের জন্য 900 টাকা এবং জুনিয়র এক্সিকিউটিভ পদগুলির 700 টাকা। জেনারেল, ওবিসি এনসিএল এবং আর্থিক ভাবে দুর্বল প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। এসসি, এসটি, দিব্যাং এবং প্রাক্তন কর্মীদের জন্য আবেদন বিনামূল্যে।

নিন্মে আবেদনের খুঁটিনাটিঃ 

1)  DFCCIL শূন্যপদে বিজ্ঞপ্তি 2021 এর জন্য এখানে ক্লিক করুন।

2) আবেদন করতে এখানে ক্লিক করুন। 

3) DFCCIL website-এ যেতে এখানে ক্লিক করুন। 

সম্পর্কিত খবর