সুশান্ত মামলায় ধর্মা প্রোডাকশনের সিইওর বয়ান রেকর্ড, চলতি সপ্তাহেই জিজ্ঞাসাবাদ করনকে

বাংলাহান্ট ডেস্ক: মহেশ ভাটের পর এবার করন জোহরের (karan johar) প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের (dharma production) সিইও  অপূর্ব মেহতা পড়লেন পুলিসি জেরায়। সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যু মামলায় মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন‍্য অপূর্ব মেহতাকে ডেকে পাঠায় মুম্বই পুলিস।
মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ে অম্বোলি থানায় হাজিরা দেন অপূর্ব। টানা ৩ ঘন্টা ধরে জেরা করা হয় তাঁকে। সুশান্ত অভিনীত ধর্মা প্রোডাকশনের ব‍্যানারে তৈরি ‘ড্রাইভ’ ছবিটির প্রসঙ্গে অপূর্ব মেহতাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এই ছবির সংক্রান্ত ধর্মা প্রোডাকশনের সঙ্গে সুশান্তের হওয়া চুক্তিপত্রের নথি সংগ্রহ করে পুলিস। এছাড়া ছবির চুক্তি, শুটিং সহ সমস্ত বিষয় নিয়েই অপূর্ব মেহতাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর।

karan johar21
জানা গিয়েছে, চলতি সপ্তাহেই করন জোহরকেও জেরার জন‍্য সমন পাঠাবে পুলিস। তবে কোনদিন ডেকে পাঠানো হবে পরিচালককে তা এখনও জানা যায়নি। উল্লেখ‍্য, এই ড্রাইভ ওয়েব সিরিজের ব‍্যর্থতার পরেই সুশান্তের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন করণ।

ড্রাইভ সিরিজটি প্রযোজনা করেছিলেন করন জোহর। প্রথমে বড়পর্দাতেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু জানা যায়, ১-২ বছর মুক্তি আটকে রাখার পর বড়পর্দার জায়গায় নেটফ্লিক্সে মুক্তি পায় এই ছবি। একদমই সাফল‍্যের মুখ দেখেনি এই ছবি। এরপরেই করন সম্পর্ক ভাঙেন সুশান্তের সঙ্গে। তাঁর মৃত‍্যুর পর নিজের এই দোষ স্বীকার করে সোশ‍্যাল মিডিয়ায় বড়সড় পোস্ট লিখেছিলেন করন। তার জেরে নেটিজেনের তুমুল ক্ষোভের মুখে পড়তে হয় পরিচালককে।
প্রসঙ্গত, রিপোর্টে প্রকাশ, পুলিসি জেরায় মহেশ ভাট জানান, ২০১৮ ও ২০২০ সালে মাত্র দুবার সুশান্তের সঙ্গে তাঁর দেখা হয়। তবে রিয়ার মারফতে তাঁকে চিনতেন তিনি। ২০১৮ তে পরিচালকের একটি বই প্রকাশ পায়। সেই সূত্রে সুশান্ত টুইট করে তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
মহেশ ভাট সাফ জানান, সুশান্তকে কোনওদিন কাজের প্রস্তাব দেননি তিনি। এর আগে শোনা গিয়েছিল, সড়ক ২ ছবিতে সুশান্ত এবং রিয়া দুজনেরই অভিনয় করার কথা ছিল। কিন্তু মহেশ ভাট জানান, এমন খবর সম্পূর্ণ মিথ‍্যা। সড়ক ২ এর কাস্ট আগে থেকেই ঠিক করা ছিল।


Niranjana Nag

সম্পর্কিত খবর