বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood)খুব কমই এমন জুটি রয়েছে যাঁরা অনস্ক্রিন এবং অফস্ক্রিন দুদিকেই সমান জনপ্রিয়। ধর্মেন্দ্র (Dharmendra) এবং হেমা মালিনী (Hema Malini) এই তালিকার প্রথম দিকেই থাকবেন। সিনেমার সেটের আলাপ বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়িয়েছিল তাঁদের। প্রথম স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও ফের হেমাকে নিজের জীবনসঙ্গিনী বানান ধর্মেন্দ্র। শুধু তাই নয়, ‘ড্রিম গার্ল’ এর জন্য নিজের সীমার বাইরে গিয়েও অনেক কিছু করেছিলেন তিনি।
বলিউডের জনপ্রিয়তম প্রেমকাহিনি গুলোর মধ্যে ধর্মেন্দ্র হেমার লভস্টোরিও পড়ে। প্রথম স্ত্রী প্রকাশ কউরকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেন সুপারস্টার অভিনেতা। সে সময়ে দুজনেই নিজেদের কেরিয়ারের শীর্ষে। এই বিয়ে নিয়ে স্বাভাবিক ভাবেই আপত্তি তুলেছিলেন অনেকে। সে সময়ে বিস্তর লেখালেখি হয়েছিল বিষয়টা নিয়ে। চর্চার হট টপিক ছিল হেমা ধর্মেন্দ্রর বিয়ে।
১৯৮০ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। পরের বছরই নভেম্বর মাসে নিজের প্রথম সন্তান এশা দেওলের জন্ম দেন হেমা। কিন্তু বিয়ের সময়কার পরিস্থিতির কথা মাথায় রেখে অভিনেত্রীর প্রেগনেন্সির কথা লুকিয়ে রাখা হয়েছিল। হেমা যাতে নিশ্চিন্তে, বিনা সমস্যায় সন্তানের জন্ম দিতে পারেন তার জন্য এক বিরাট কাণ্ড ঘটিয়ে বসেছিলেন ধর্মেন্দ্র।
এশার জন্মের আগে হেমার জন্য গোটা নার্সিং হোমটাই বুক করে নিয়েছিলেন ধর্মেন্দ্র। অনেক পরে অভিনেত্রীর এক বান্ধবী বিষয়টা প্রকাশ্যে আনেন। অনুরাগীরা যাতে খবর পেয়ে এসে ভিড় না করে বা হেমার নিরাপত্তা যাতে অক্ষত থাকে সে জন্য সম্পূর্ণ নার্সিং হোমটাই বুক করে নিয়েছিলেন অভিনেতা। মোট ১০০ টি রুম ছিল ওই নার্সিং হোমে। সবগুলোই বুক করে নেওয়া হয়েছিল হেমার নামে। ওই নার্সিং হোমেই ২ রা নভেম্বর ১৯৮১ সালে জন্ম হয় এশার।
পরবর্তীকালে হেমা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর মা হওয়ার বিষয়টা সবার কাছ থেকেই গোপন করা হয়েছিল। কিন্তু ধর্মেন্দ্রর মা সতবন্ত কউর সবটাই জানতেন। বাড়িতে সবাইকে লুকিয়ে হেমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। অভিনেত্রীকে আশীর্বাদও করে গিয়েছিলেন তিনি।