হাফ সেঞ্চুরি করে কার্গিল যোদ্ধা বাবাকে স্যালুট ধ্রুব জুরেলের! জিতলেন দেশবাসীর মন

বাংলা হান্ট ডেস্ক: জমে উঠেছে ভারত এবং ইন্ডিয়ার (India-England) চতুর্থ টেস্ট ম্যাচ। যেখানে টিম ইন্ডিয়ার (India National Cricket team) তরুণ ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel) রাঁচি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। যদিও, অল্পের জন্য সেঞ্চুরি মিস করে ফেলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে তিনি ৯০ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন।

এদিকে, ওই ইনিংসের জন্য তিনি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেও ধ্রুব জুরেলের আরও একটি কর্মকাণ্ড নজর কেড়েছে সকলের। যেটি সম্পর্কে জানার পর সকলেই অবাক হবেন। মূলত, হাফ সেঞ্চুরি করার পরেই অভিনব ভাবে সেটি উদযাপন করেন এই তরুণ খেলোয়াড়। মাঠ থেকেই তিনি তাঁর বাবাকে স্যালুট জানান। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ধ্রুব-র বাবা নেম চাঁদ ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। পাশাপাশি তিনি অংশগ্রহণ করেছিলেন কার্গিল যুদ্ধেও। আর এই বিষয়টি সামনে আসার পরেই সকলেই ধ্রুব-র প্রশংসা করেছেন।

Dhruv Jurel saluted Kargil warrior father by scoring half century

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ধ্রুব-র বাবার বাবা নেম চাঁদ ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে লড়েছিলেন। এদিকে, ক্রিকেটার হওয়ার পেছনে ধ্রুবকেও কঠোর পরিশ্রম করতে হয়েছে। মাত্র ১৩ বছর বয়সেই তিনি ক্রিকেটার হওয়ার জন্য লক্ষ্য স্থির করে লড়াই শুরু করেন। বর্তমানে, তিনি ভারতীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন।

আরও পড়ুন: গাভাস্কার খুঁজে পেলেন দ্বিতীয় ধোনিকে! ধ্রুব জুরেলের খেলায় মুগ্ধ হয়ে প্রশংসার বন্যা প্রাক্তন ক্রিকেটারের

এদিকে, রাঁচি টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৩০৭ রান করেই অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে ৭ নম্বরে ব্যাট করতে এসে উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব ১৪৯ বল খেলে ৯০ রানের ইনিংস তৈরি করেন। পাশাপাশি, ধ্রুব নিজের ইনিংসে ৬ টি চার ও ৪ টি ছক্কা মারেন। যদিও, মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি অধরা থেকে যায় তাঁর। পাশাপাশি, ধ্রুবের এই গুরুত্বপূর্ণ ইনিংসের ওপর ভর করেই ভারতীয় দল ৩০০ রানের গণ্ডি পেরিয়ে যায়।

আরও পড়ুন: জমিতে রসুন পাহারা দিচ্ছে বন্দুকধারী গার্ড, বসানো হল সিসিটিভি ক্যামেরাও, দামের গেরোয় সতর্ক চাষিরা

এছাড়াও, জানিয়ে রাখি যে ইংল্যান্ডের বিরুদ্ধে চলা রাঁচি টেস্টের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালও ভালো খেলেছেন। তিনি ১১৭ বলে করেন ৭৩ রান। নিজের ইনিংসে তিনি মারেন ৮ টি চার ও ১ টি ছক্কা। এছাড়াও, শুভমান গিল ৬৫ বলে করেন ৩৮ রান। এর পাশাপাশি রজত পতিদার এবং রবীন্দ্র জাদেজা করেন যথাক্রমে ১৭ এবং ১২ রান।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর