নাস্তানাবুদ হবে শত্রুদের পরমাণু মিসাইলের হামলা, আজ সমুদ্রে নামছে ভারতের প্রথম ‘নিউক্লিয়ার মিসাইল ট্র্যাকিং জাহাজ’

বাংলাহান্ট ডেস্কঃ কৃত্রিম উপগ্রহ থেকে শুরু করে পরমাণু ক্ষেপণাস্ত্র, আবার শত্রুপক্ষের সাবমেরিন- সবকিছুর উপরই নজরদারী করার মোক্ষম এক অস্ত্র ‘ধ্রুব’ (dhruv) আজই লঞ্চ হতে চলেছে। আর এর ফলে ভারতের নৌসেনা বাহিনীতে এই শক্তিশালী হাতিয়ারও যুক্ত হতে চলেছে। যা টেক্কা দেবে প্রতিবেশি শত্রু দেশ চীন, পাকিস্তানকে।

১০ ই সেপ্টেম্বর অর্থাৎ আজই বিশাখাপত্তনম থেকে আনুষ্ঠানিকভাবে এই ‘ধ্রুব’ নামক শক্তিশালী জাহাজ যোগ দিতে চলেছে ভারতীয় নৌসেনাবাহিনীতে। এই জাহাজ তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং ন্যাশনাল টেকনিকাল রিসার্চ অর্গানাইজেশনের (এনটিআরও) সহায়তায় হিন্দুস্তান শিপইয়ার্ড। এই জাহাজের ওজন প্রায় ১০,০০০ টন।

India to commission INS Dhruv first long range ballistic missile tracking ship 925 001

ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া এবং চীনের পর এবার ভারতের ভাণ্ডারেও যুক্ত হতে চলেছে এই বিশেষ ক্ষমতা। ধারণা করা হচ্ছে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারির ক্ষেত্রে এই অস্ত্র ব্যবহার করতে পারে ভারত। পাশাপাশি জলের তলায় সশস্ত্র নজরদারিও করতে সক্ষম এই জাহাজ।

সূত্রের খবর, ভারতের ক্ষেপণাস্ত্র-বিরোধী শক্তির ক্ষেত্রে অন্যতম বড়সড় পদক্ষেপ এই জাহাজ। ডিআরডিওয়ের তৈরি ‘অ্যাক্টিভ স্ক্যান অ্যারে র‍্যাডার’র সাহায্যে ভারতের উপর নজরদারি চালানো উপগ্রহকে সহজেই ধরতে পারবে ‘ধ্রুব।’ ভারতীয় অঞ্চলের ম্যাপিং থেক শুরু করে পুরো এলাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর তীক্ষ্ণ নজরদারী হোক কিংবা ভারতের বিভিন্ন শহর এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রের বিষয়, আগে থাকতেই সতর্কবার্তা দেবে ‘ধ্রুব’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর