বিয়ের আগে সঙ্গম বা অন্তঃসত্ত্বা হওয়ায় কোনো পাপ নেই, আলিয়ার ট্রোল হওয়া নিয়ে সাফ কথা দিয়ার

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ার সঙ্গে ট্রোলিং (Troll) অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আর তারকারা হলেন ট্রোলারদের সবথেকে সহজ আর পছন্দের শিকার। কিন্তু আলিয়া ভাট (Alia Bhatt) যেভাবে ট্রোল হয়ে চলেছেন তাতে বিরক্ত অনেকেই। জীবনের সবথেকে সুন্দর সময়টার মধ‍্যে দিয়ে যাচ্ছেন তিনি। মাতৃত্বের স্বাদ ভালভাবে উপভোগ করার আগেই কাদায় টেনে নামানো হচ্ছে তাঁকে। এই পরিস্থিতিতে আলিয়ার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)।

তিনি নিজেও একই রকম ট্রোলের শিকার হয়েছিলেন। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় কুরুচিকর সমালোচনা শুনতে হয়েছিল তাঁকে। কিন্তু খুব ঠাণ্ডা মাথায় এবং ভদ্র ভাবে যাবতীয় কটুক্তির জবাব দিয়েছিলেন দিয়া‌। আলিয়ার বেলাতেও সমাজের নোংরামির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

957873 dia mirza
সম্প্রতি এক সাক্ষাৎকারে দিয়া বলেন, বিয়ের আগে সঙ্গম বা অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টাকে অনেকে খারাপ চোখে দেখেন। কিন্তু এটা ব‍্যক্তিগত পছন্দ অপছন্দের ব‍্যাপার। যেকোনো মানুষের নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার উপরে অধিকার রয়েছে। দিয়া আরো বলেন, “আমি মনে করিনা আমরা ততটা প্রগতিশীল হয়েছি যতটা আমরা দেখাই বা মনে ভাবি।”

গত বছর ১৪ মে পুত্রসন্তানের মা হন দিয়া। কিন্তু কিছু কারণ বশত আগে সুখবরটি দিতে পারেননি দিয়া। সময়ের আগেই সন্তানের জন্ম দিতে হয়েছিল তাঁকে। এমনকি ছিল জীবনের ঝুঁকিও। তবে চিকিৎসকদের দ্রুত ব‍্যবস্থা নেওয়ায় এমার্জেন্সি সি সেকশন ডেলিভারির মাধ‍্যমে সুস্থ ভাবে সন্তান জন্ম দেন অভিনেত্রী।

দিয়া জানিয়েছিলেন তাঁর সন্তান অপরিণত হওয়ায় জন্মের পর থেকেই আইসিইউতে রাখতে হয়েছিল তাঁকে। মা হওয়ার কিছুদিন পর অনুরাগীদের ছেলের নাম সহ খুশির খবর শেয়ার করেন দিয়া। সন্তানের নাম তিনি রেখেছেন অভ‍্যান আজাদ রেখি।

Niranjana Nag

সম্পর্কিত খবর