বাংলাহান্ট ডেস্ক: মহারাষ্ট্রের মহা নাটকের যবনিকা পতন হয়েছে সম্প্রতি। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) এবং তাঁর জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে। ঠাকরে সরকারের পতনের পর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা দিয়েছিলেন অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)। পালটা কটাক্ষ সইতে হয় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek ) কাছ থেকে।
উদ্ধব ঠাকরের ইস্তফার পর বলিউড থেকে অনেকেই তাঁর সমর্থনে মুখ খুলেছেন। টুইট বার্তা দিয়েছেন দিয়াও। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ উদ্ধব ঠাকরে, আপনি জনতা এবং এই গ্রহের কথা ভেবেছেন। কৃতজ্ঞতা আর শ্রদ্ধা জানিয়ে বলছি, দেশবাসীর সেবা করার আরো সুযোগ যেন আপনি।’
দিয়ার টুইটটি নজর এড়ায়নি ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালকের। তিনি পালটা কটাক্ষ শানিয়ে প্রশ্ন ছুঁড়েছেন, ‘কোন গ্রহ? বলিউড গ্রহ?’ একা বিবেক অগ্নিহোত্রীই নন, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও খোঁচা দিতে ছাড়েননি উদ্ধব ঠাকরে কে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঠুকে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। জোর গলায় দাবি করেছেন, স্বয়ং শিবও এবার শিবসেনাকে রক্ষা করতে পারবে না।
Which planet? Planet Bollywood? pic.twitter.com/VleaRuhxDT
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) July 1, 2022
ভিডিও বার্তায় কঙ্গনা বলেন, “২০২০ তে আমি বলেছিলাম গণতন্ত্রের মূল বিষয় হয় বিশ্বাস। কেউ যদি ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানুষের বিশ্বাস ভাঙে, তারও অহংকার চূর্ণ হবে। এটা কোনো ব্যক্তি বিশেষের শক্তি নয়। এটা সচ্চরিত্রের শক্তি। হনুমানজিকে শিবের দ্বাদশ অবতার বলে মানা হয়। আর যখন শিবসেনাই হনুমান চালিশাকে বয়কট করে তখন তো তাদের স্বয়ং শিবও বাঁচাতে পারবেন না। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।”
দু বছর আগেও কঙ্গনা একটি বিশেষ বার্তা দিয়েছিলেন মু্খ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। তিনি বলেছিলেন, “উদ্ধব ঠাকরে, তোর কি মনে হয় ফিল্ম মাফিয়াদের সঙ্গে মিলে আমার বাড়ি ভেঙে আমার বিরুদ্ধে বড় বদলা নিয়েছিস? আজ আমার বাড়ি ভেঙেছে, কাল তোর অহঙ্কার ভাঙবে। এটা সময়ের চাকা, কখনো এক থাকে না। আমার মনে হয় আমার বড় উপকার হয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কথা তো শুনেইছিলাম। আজ আমি অনুভব করেছি।”