হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর, দেবীপক্ষেই লিভ ইন পার্টনারের সঙ্গে বিয়ে সারলেন ‘মিশকা’ অহনা!

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। ডান্স বাংলা ডান্স দিয়েই তিনি টেলিভিশনে পরিচিতি পান। তবে তাঁর অভিনয় কেরিয়ার শুরু হয় স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ দিয়ে। প্রথম ধারাবাহিকেই খলনায়িকা মিশকার চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া খ্যাতি পেয়েছেন অহনা (Ahona Dutta)। তবে এবার পেশাগত জীবন নিয়ে নয়, বরং অহনা লাইমলাইটে উঠে এসেছেন ব্যক্তিগত জীবনের দৌলতে।

জনপ্রিয়তা পেয়েছেন অহনা (Ahona Dutta)

বিগত এক বছরেরও বেশি সময় ধরে প্রেমিক দীপঙ্কর রায়ের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন অহনা (Ahona Dutta)। অনুরাগের ছোঁয়া সিরিয়ালেই মেকআপ আর্টিস্ট তিনি। ডিভোর্সি দীপঙ্করের সঙ্গে সম্পর্ক, এক ছাদের তলায় থাকার জন্য কম সমালোচনা, কটাক্ষের শিকার হতে হয়নি অহনাকে (Ahona Dutta)। কিন্তু কোনো নেতিবাচকতা, ট্রোলকেই পাত্তা দেননি তিনি। এবার কি প্রেমিক দীপঙ্করের গলাতেই মালা পরিয়ে দিলেন অহনা!

আরো পড়ুন : নষ্ট হয়েছে জীবনের ৭টি বছর, সাফল্যের শীর্ষ থেকে হঠাৎ হারিয়ে যান হানি সিং, কেন?

বিয়ে করলেন নাকি মিশকা?

সোশ্যাল মিডিয়ায় অহনার (Ahona Dutta) পোস্ট করা কিছু ছবি থেকেই শুরু গুঞ্জন। এদিন দীপঙ্করের সঙ্গে কিছু আদুরে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে লাল পাড় সাদা শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। হাতে শাঁখা পলা, গা ভরা সোনার গয়না, সিঁথিতে জ্বলজ্বলে সিঁদুর। পাশে দীপঙ্করকেও দেখা গিয়েছে ধুতিতে। হাতে জুঁই ফুলের মালা নিয়ে হাসিমুখে ক্যামেরায় ধরা দিয়েছেন অহনা (Ahona Dutta) দীপঙ্কর। তবে কি তাঁরাও চুপিচুপি বিয়ে সারলেন?

আরো পড়ুন : আচমকাই এসে পৌঁছায় মেয়ের মৃত্যু সংবাদ, কান্নায় ভেঙে পড়েছিলেন তনুজা

ব্যাপারটা কী?

আজ্ঞে না। ছবির ক্যাপশনে অহনা (Ahona Dutta) লিখে দিয়েছেন, এটি তাঁদের একটি ফটোশুটের বিহাইন্ড দ্য সিনের ছবি। সেই ফটোশুটেরই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অহনা। সঙ্গে ভালোবাসা, প্রশংসায় ভরিয়েছেন দীপঙ্করকে।

Ahona Dutta

প্রসঙ্গত, অহনাকে আগামীতে দেখা যাবে বড়পর্দায়। তাও আবার রাজ চক্রবর্তীর ছবিতে। তাঁর আগামী প্রোজেক্ট ‘সন্তান’এ মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁদের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর