সিঁথিভরা সিঁদুর নিয়ে নববধূ রুক্মিনী, শেষমেষ বিয়ে সারলেন দেব! দেখে নিন ছবি

বাংলাহান্ট ডেস্ক: ‘কিশমিশ’ (Kishmish) এর মুক্তির দিনেই বিয়ে সেরে ফেলার কথা জানিয়েছিলেন দেব (Dev)। পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা রুক্মিনী মৈত্র (Rukmini Moitra)। ‘কিশমিশ’ মুক্তি পেয়েছে এক মাস হল‌। অবশেষে নিজেদের বিয়ের ছবি প্রকাশ‍্যে আনলেন দেব রুক্মিনী! দেখে হতবাক নেটিজেনরা।

লাল টুকটুকে বেনারসী, সোনার গয়নায় মোড়া রুক্মিনী। কপালে চন্দনের কলকা,মাথায় মুকুট। অন‍্যদিকে বরবেশে দেব। প্রথম ছবিতে বিয়ের রীতি মেনে আগুনে খই ঢালছেন দুজনে। দ্বিতীয় ছবিতে শুধু রুক্মিনী। সিঁথি ভর্তি সিঁদুর। কিছুটা পড়েছে নাকেও।

IMG 20220530 180651
সোশ‍্যাল মিডিয়ায় প্রথমে ছবিগুলি দেখে চমে উঠেছিলেন নেটনাগরিকরা? এই ভাবেই কি প্রতীক্ষার অবসান হল তাদের? শেষমেষ বিয়েটা সেরেই ফেললেন দেব ও তাঁর দেবী? তাও আবার এমন লুকিয়ে চুরিয়ে! ছবিগুলো একটু খুঁটিয়ে দেখতেই স্পষ্ট হল সবটা।

https://www.instagram.com/p/CeJMUAll3E6/?igshid=YmMyMTA2M2Y=

আসলে এগুলো ‘কিশমিশ’ ছবির দৃশ‍্য। ছবির এক মাস পূর্তি উপলক্ষে এই মিষ্টি ছবিগুলো আবার শেয়ার করেছেন রুক্মিনী। সঙ্গে লিখেছেন, ‘টিনটিন আর রোহিণীর স্বপ্ন পূরণ করার জন‍্য আপনাদের অনেক ধন‍্যবাদ। এক মাসের বিবাহ বার্ষিকী ল‍্যাধেশ্বর।’

https://www.instagram.com/p/CeJapPAlV4A/?igshid=YmMyMTA2M2Y=

এদিন আরো একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির শুটিংয়ের নেপথ‍্যের কিছু মজার দৃশ‍্য কোলাজ আকারে শেয়ার করা হয়েছে নেটিজেনদের জন‍্য। একটি দৃশ‍্যে দেখা যায়, অনস্ক্রিন মা অঞ্জনা বসুর কাছে এসে টিনটিন ওরফে দেব বলছেন, তিনি বিয়ে করতে চান।

এরপরেই গুবলেট! ক‍্যামেরার দিকে ফিরে দেবের প্রশ্ন, মেয়েটার নাম কী যেন? বুঝুন কাণ্ড! শেষে কিনা নায়িকারই নাম ভুলে গিয়েছিলেন দেব! কিশমিশের নেপথ‍্যের দৃশ‍্য দেখে হেসে লুটোপুটি খেয়েছেন নেটিজেনরাও। সেই সঙ্গে দেব রুক্মিনীর কাছে অনুরাগীদের আবদার, আর রিলে নয়। এবার রিয়েলেই বিয়েটা সেরে ফেলুন দুজনে।

Niranjana Nag

সম্পর্কিত খবর