যৌনতা নিয়ে বিভিন্ন আইনগুলি জেনে নিন!

 

বাংলা hunt ডেস্ক : এমন একটি দেশ আছে, যেখানে কোনো মেয়ে ভার্জিন থাকলে তাঁর বিয়ে হয়না । এদিকে ” সেক্স” শব্দটার ভিতরে বেশিরভাগ মানুষই অশালীনতার ছোঁয়া পান । সেই সেক্স নিয়ে সারা বিশ্বে যা আইন কানুন আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন । এখন জেনে নিন সেই সমস্ত অবাক করা নিয়ম কানুন গুলি।

নিউ জার্সিতে গাড়ির মধ্যে সেক্স করার সময়ে যদি ভুল করে বেজে যায় হর্ণ, তবে ধরে নিয়ে যাবে পুলিশ।

ওয়াশিংটন ডিসি-তে একমাত্র ‘মিশনারি’ পজিশনই বৈধ সেক্স-পজিশন হিসেবে গণ্য হয়।

ইন্দোনেশিয়ায় হস্তমৈথুন করা মারাত্মক অপরাধ। ধরা পড়লে যৌনাঙ্গ কেটেও নেওয়া হয়।

মার্কিন স্টেট মিনেসোটার আলেকজান্দ্রিয়াতে মুখে রসুন-পিঁয়াজ বা সার্ডিন মাছের গন্ধ নিয়ে স্ত্রীকে চুমু খেতে পারেন না স্বামী।

233a6 love couple passion sex sexual bedroom intimacy1

লেবাননে পশুর সঙ্গে সেক্স করা আইনসম্মত। তবে তা শুধুমাত্র পুরুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং সেক্স করা যাবে শুধুমাত্র মেয়ে পশুদের সঙ্গেই।

কলম্বিয়ার ‘কালি’-তে বিয়ের রাতে মেয়ের যৌনমিলন স্বচক্ষে দেখতে হয় মা-কে। সেখানে এটাই নাকি রীতি!

হাঙ্গেরির বুদাপেস্টে আলো জ্বালিয়ে সেক্স করা মানা। এমনকী, স্বামী-স্ত্রীও এই আইন লঙ্ঘন করতে পারেন না।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়াম-এ কুমারী মেয়েদের বিয়ে হয় না। আর এ সুযোগে মেয়েদের কুমারিত্ব হরণকে পেশা করে ফেলেছেন সে দেশের বহু পুরুষ। বিয়ে না হওয়ার ভয়ে রীতিমতো টাকা দিয়ে নিজেদের কুমারিত্ব ভাঙেন সে দেশের মেয়েরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া-তে কোনও পুরুষের গোঁফ থাকলে ঘরের বাইরে কোনও মহিলাকে চুমু খেতে পারবেন না । তা আইনত অবৈধ।

ম্যাসাচুসেট্স-এ যৌনক্রিয়ার সময় মেয়েরা উপরে থাকা অবৈধ। অর্থাৎ মেয়েরা সঙ্গমের কোনো পজিশনেই ছেলেদের উপর উঠতে পারবেন না।

ফ্লোরিডাতে স্ত্রীর বক্ষে চুমু খেতে পারেন না স্বামীরা । তা আইনত অপরাধ ।

সম্পর্কিত খবর