জগন্নাথ মন্দির উদ্বোধনের আবহেই বড় খবর! জঙ্গি হানার সতর্কতা জারি করল গোয়েন্দা দফতর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দিঘায় এখন উৎসবের মেজাজ। বুধবার, অক্ষয় তৃতীয়ার দিনই জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হবে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ রাজ্যের একাধিক হেভিওয়েট। আজ সেখানে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ আরও অনেকের। এই আবহেই জঙ্গি হানার সতর্কতা জারি করল গোয়েন্দা দফতর। সতর্কবার্তা পাওয়ার পর তৎপর রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

জগন্নাথ মন্দির (Jagannath Temple) উদ্বোধনের আবহেই বড় খবর!

সম্প্রতি অশান্তির আগুনে জ্বলেছে মুর্শিদাবাদ। সেই ঘটনার পর থেকেই সতর্ক রাজ্য গোয়েন্দা দফতর (আইবি)। জানা যাচ্ছে, মুর্শিদাবাদে বিশেষ তদন্তকারী দল ও ফরেন্সিক বিশেষজ্ঞদের তদন্তে বহিরাগতদের হানার কথা উঠে এসেছে। সেটা সত্যি হলে যে কোনও জায়গায় আততায়ী অথবা জঙ্গিরা হানা দিতে পারে। এই পরিস্থিতিতে আজ সৈকত শহর দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে।

জানা যাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের সকল পুলিশ কমিশনার, জেলার পুলিশ সুপার, এসটিএফ, সিআইডি কর্তাদের সতর্ক করেছে গোয়েন্দা দফতর। সাম্প্রতিক অতীতে বাংলা থেকে একাধিক জঙ্গি ধরা পড়েছে। বিরাটি থেকে গ্রেফতার হয়েছেন একজন পাকিস্তানি নাগরিক। এর মধ্যে আবার মুর্শিদাবাদে অশান্তি, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Terror Attack) মতো ঘটনা ঘটেছে। এসবের পর গোয়েন্দারা কোনও ঝুঁকি নিতে রাজি নন। সেই কারণে আগেভাগেই সতর্কবার্তা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ অক্ষয় তৃতীয়ার আগেই লক্ষ্মীলাভ! রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে বড় খবর

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাঠানো তথ্য বলছে, রাজ্যে জঙ্গি হামলা হতে পারে। সেই কারণে আগেভাগেই সতর্কবার্তা জারি করেছে গোয়েন্দা দফতর। সেখানে বলা হয়েছে, ‘পাক গুপ্তচর সংস্থা আইএসআই দীর্ঘদিন ধরে ভারতে জঙ্গি হামলা চালাতে উদগ্রীব। এবার জঙ্গিদের নিশানায় আছেন বাংলার নামি রাজনীতিবিদ, নামি ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্বরা’।

West Bengal CM Mamata Banerjee announcements after she visited Digha Jagannath Temple

জানা যাচ্ছে, গোয়েন্দা দফতরের সতর্কবার্তায় সোজাসুজি দিঘার নাম উল্লেখ করা হয়নি। তবে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এই নিয়ে এখন কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

অন্যদিকে দিঘায় বর্তমানে একাধিক ভিভিআইপি রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক নেতা, মন্ত্রী রয়েছেন সেখানে। জগন্নাথ মন্দির (Jagannath Temple) উদ্বোধন ঘিরে সৈকত শহরে ব্যাপক জনসমাগম। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক উচ্চপদস্থ পুলিশকর্তাও বর্তমানে দিঘায়। সতর্কবার্তা আসার পর দিঘাকে কার্যত কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে বলে খবর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X