সাগরের হাওয়ায় নিশ্চিন্ত ছুটি! দিঘার কাছেই মিলবে ভিড়হীন এই বিশেষ জায়গায়

Published on:

Published on:

Digha looking for a peaceful holiday by the sea you can find a secluded spot here
Follow

বাংলা হান্ট ডেস্ক: বছর প্রায় শেষের পথে। এই সময় মানুষ কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। তবে ঘুরতে যাওয়ার হলে বর্তমান দিনের মানুষ বেশিরভাগ সময়ই পাহাড়ে যায়। আর এই মরশুম পাহাড়ে থাকে পর্যটকদের চোখে পড়ার মতন ভিড়। কিন্তু আপনি যদি দুদিনের ছুটিতে শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে পৌছিয়ে যেতে পারেন দিঘা (Digha)। কিন্তু দিঘার কথা বললেই সেই এক উদয়পুর শংকরপুরের কথাই হয়তো। কিন্তু তা নয় দীঘার কাছেই রয়েছে এক স্বল্প পরিচিত সৈকত চট্ট। চাইলে বছর শেষে বা নতুন বছরের শুরুতে ঘুরে আসতে পারেন।

সাগরপাড়ে শান্ত ছুটি? দিঘার কাছেই মিলবে নিরিবিলি ঠিকানা (Digha)

বছর শেষের দিন অথবা বছর প্রথমে আপনি যদি কয়েকটা দিন এই শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন দিঘায় (Digha)। এখানে আসলে পরে আপনি যেতে পারেন স্বল্প পরিচিত কানাই চট্ট। এখানে আপনি থাকতে পারবেন বিচ ক্যাম্পে। পাশাপাশি এখানে আসলে পরে প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।Digha looking for a peaceful holiday by the sea you can find a secluded spot here

আরও পড়ুন: গাড়ির অথোরাইজেশন লেটার এবার বানিয়ে নিন বাড়িতে বসেই, অনলাইন প্রক্রিয়া জানুন

পাশাপাশি এখানে দেখতে পাবেন উন্মুক্ত পরিবেশে ছড়িয়ে রয়েছে মাছ, কাঁকড়া, চিংড়ি। য় তবে চাইলে আপনি অটো ভাড়া করে ঘুরে আসতে পারেন দরিয়াপুর বাতিঘর। এখানে গেলে পরে আপনাকে টিকিট কেটে যেতে হবে। পাশাপাশি যেতে পারেন পেটুয়াঘাট।

সেখানে গেলে পরে আপনি নৌ বিহার ও করতে পারেন বেশ কিছুক্ষণ। পাশাপাশি ঘুরে আসতে পারেন সেখানে চার-পাঁচটা। এছাড়াও সেখান থেকে ভেসেলে রসুলপুর নদী হয়ে পৌঁছে যেতে পারেন হিজরি শরিফে। সেখানের চারপাশটাও ঘুরে আসতে পারেন।

কীভাবে যাবেন?

ট্রেনে করে আসলে দিঘার (Digha) কাঁথি স্টেশন নেমে সেখান থেকে অটো ভাড়া করে পৌঁছিয়ে যেতে পারেন কানাই চট্ট। আর সড়কপথে গেলে কলকাতা থেকে বাস বা নিজের গাড়ি নিয়ে কাঁথির রূপশ্রী বাইপাসে চলে আসুন। সেখান থেকে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে অল্প একটু দূরেই অবস্থিত দরিয়াপুর। দরিয়াপুর থেকে টোটো করে আপনি পৌঁছিয়ে যেতে পারেন কানাই চট্ট সমুদ্র সৈকত।