বাংলা হান্ট ডেস্ক: কম সময়ে ঘুরতে যাওয়ার জায়গা দীঘা (Digha)। দু একটা দিনে ছুটি পেলেই হল। বাঙালির ঘুরে আসতে ভালোবাসে দিঘা থেকে। আর বর্তমানে সেই দীঘা পেয়েছে আলাদা মাত্রা। জগন্নাথ মন্দির (Jagannath Temple) হওয়ার পর থেকে দীঘায় যেন পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। এই পর্যটকের সংখ্যা বাড়ার ফলে, দীঘায় যাত্রীবাহী বাস নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল পরিবহন দফতর। নতুন এই নির্দেশিকা অনুযায়ী, সময় মেনে বাস ছাড়তে ও দিঘায় বাস প্রবেশ করাতে হবে। পাশাপাশি একাধিক বাস ঢোকার ফলে রাস্তায় চাপ তৈরি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। তাই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাস চলাচলে আনা হয়েছে একাধিক নতুন নিয়ম।
দিঘায় নির্ধারিত সময় মেনে বাস চলাচলের নির্দেশ (Digha)
দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকে পর্যটকদের সংখ্যা বেড়ে গিয়েছে বহুগুণ। এহেন অবস্থায় দাঁড়িয়ে দিঘাগামী (Digha) বাসগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল পরিবহন দফতর (West Bengal Transport Department)। এই নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে, সময় মেনে বাস ছাড়তে ও দিঘায় বাস প্রবেশ করাতে হবে। কারন, একাধিক বাস ঢোকার ফলে রাস্তায় চাপ তৈরি হচ্ছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। পাশাপাশি বাসগুলি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেনা। যাত্রী তুলেই ছাড়তে হবে বাস। যদি বাসের মালিকেরা সময় মেনে বাস না চালায় তাহলে নেওয়া হবে আইনি পদক্ষেপ।
এছাড়াও এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি কোনও সময় কোনও পরিস্থিতির কারণে বাসগুলির গতিপথ বদল করতে হয়, তাহলে সেটা আগাম জানিয়ে দেওয়া হবে। এই সময় বাস মালিকদের কোনও অজুহাত দেওয়া চলবে না। এমনকি মাস অন্তর অথবা কয়েক সপ্তাহ অন্তর এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। এছাড়াও বাসগুলি সঠিকভাবে নির্দেশ মানছে কি না তা আঞ্চলিক পরিবহন দফতরের নজরদারি করবে।
আরও পড়ুন: রাতের ট্রেনে চালকরা কি ভাবে রাত্রিযাপন করে? ৯৯.৯৯ শতাংশ মানুষ জানেন না এই গোপন কথা
দিঘার নতুন বাস পরিষেবা নিয়ে মঙ্গলবার পরিবহন দফতরের একটি বৈঠক হয়। সেই বৈঠকে বাস মালিকের সংগঠনগুলি ছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন ও আঞ্চলিক পরিবহন দফতরকে এই বিষয়ে সতর্ক করা হয়।