বাংলা হান্ট ডেস্ক: হাতেগুনে আর কয়েকটা দিন। তারপরেই আস্তে চলেছে নতুন বছর। আর এই বর্ষবরণের জন্য সেজে উঠবে দিঘা (Digha)। বিদেশের আলোকসজ্জা থেকে শুরু করে আতশবাজি প্রদর্শন করা হবে বর্ষবরণের রাতে। সৈকত শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। এর পাশাপাশি বর্ষবরণে সেজে উঠবে দীঘার জগন্নাথ মন্দিরের সামনের রাস্তা। তাছাড়া বড়দিন থেকেই এই উৎসব শুরু হবে দিঘায়। যার কারণবশত আগের থেকে পর্যটকদের ভিড় সামলাতে প্রস্তুতি বাড়াচ্ছে প্রশাসন।
দিঘায় বর্ষবরণ প্রমোদতরী ও আতশবাজির রঙিন আলোয় (Digha)
বাঙালির ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলে সবার আগে ভাবে ‘দিপুদার’ কথা। আর এবার বড়দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে দিঘায় (Digha) উৎসবের মরশুম। এই বিষয়ে হোটেল ব্যবসায়ী সংগঠনে যুগ্ম সম্পাদক শীর্ষেন্দু বিকাশ কুন্ডু জানিয়েছেন ২৫ ডিসেম্বর থেকে গোটা দীঘা সেজে উঠবে আলোর রোশনাইতে। ঠিক যেমনটা দেখা যায় কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায়।

অপরদিকে অন্য এক হোটেল ব্যবসায়ী জানান, বর্ষবরণ উপলক্ষে প্রতিষ্ঠান সাজাবেন। অন্যদিকে সাজানো হবে ডিএসবির সৌজন্যে জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তা। পাশাপাশি ওল্ড দিঘা ও নিউ দিঘার বিস্তীর্ণ সমুদ্র সৈকত।
তাছাড়া বড়দিনও বর্ষবরণকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনাও নেওয়া হয়েছে। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ সাতজন সান্তা ক্লজ ঘুরবে। যারা খুদেতে চকলেট বিলি করবে শহর জুড়ে। এছাড়াও এ কয়দিন থাকছে লাইটিং, সাউন্ড ও ছোট ছোট শো। অর্থাৎ সবমিলিয়ে জমজমাট পরিবেশ থাকবে দিঘায়।
এই বর্ষবরণ উপলক্ষে দিঘা (Digha) শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ আয়োজন এর কথাও জানানো হয়েছে। জানা যায় বর্ষবরণের রাতে থাকছে সেলিব্রিটিদের নিয়ে অনুষ্ঠান। এছাড়াও থাকছে নাচ গান ও সাংস্কৃতিক পরিবেশনা। যা বিশ্ব বাংলা পার্কের কাছেই অনুষ্ঠিত হবে। তাছাড়া খোলা আকাশের নিচে সমুদ্র পাড়ে বসে পর্যটকেরা উপভোগ করতে পারবে এই অনুষ্ঠান। এর পাশাপাশি ৩১ ডিসেম্বর রাত ১২টা বাজলেই সমুদ্রের মাঝে আতশবাজি প্রদর্শন শুরু হবে। পাশাপাশি সমুদ্র পাড়ে চলবে আতশবাজির খেলাও। বর্ষবরণের রাতকে স্মরণীয় করে রাখতে এমনই উদ্যোগ নিচ্ছেন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে।












