দীঘার মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক! পর্যটকদের জন্য পুজোর পরেই চালু হচ্ছে দারুণ ব্যবস্থা

বাংলাহান্ট ডেস্ক : দীঘার মুকুটে এবার জুড়তে চলেছে নতুন পালক। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দীঘার প্রথম চারতারা তকমা পাওয়া হোটেলের। বাংলা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার “দীঘাশ্রীতে” শুরু হবে এই হোটেলের পথ চলা। বিখ্যাত হোটেল চেন সংস্থা ‘এপিজে সুরেন্দ্র গ্রুপ’এর সঙ্গে এই ব্যাপারে হাত মিলিয়েছে রাজ্য সরকার। সরকারের তরফে হোটেলের সাথে কনভেনশন সেন্টারটিও চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এপিজে সুরেন্দ্র গ্রুপকে ।

কর্তৃপক্ষ আশা করছে এই হোটেলটি চালু হলে দীঘায় দর্শকদের আগমন আরো বাড়বে। তাদের লক্ষ্য দীঘাকে আন্তর্জাতিক পর্যটন স্থলে পরিণত করা। এই চার তারা হোটেল চালু হলে বিদেশি পর্যটকের সংখ্যাও দীঘাতে বাড়বে বলে আশা করা হচ্ছে।দীঘা-শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃপক্ষ (ডিএসডিএ) এর আশা, হোটেলের পাশাপাশি এপিজে সুরেন্দ্র গ্রুপের পেশাদারী পরিচালনায় কনভেনশন সেন্টারটিও সুষ্ঠুভাবে পরিচালিত হবে।

গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর বাংলার নানা প্রান্তে পর্যটনস্থল গুলি উন্নত করার কাজ চলছে। সেই লক্ষ্যেই, ২০১৭ সালে নিউ দীঘায় কনভেনশন সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়। সাড়ে পাঁচ একর জমির উপর তৈরি হতে থাকে এই সেন্টারটি। দুই বছরে প্রায় ৭০ কোটি টাকার বিনিময় ২০১৯ সালে এই প্রকল্পর কাজ শেষ হয়। মুখ্যমন্ত্রী এর নাম দেন দীঘাশ্রী।

Untitled design 7 5

ওই সালেই মুখ্যমন্ত্রী শিল্প বাণিজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নেন দীঘাশ্রীতে। শীততাপ নিয়ন্ত্রিত ৯৬০ টি আসন বিশিষ্ট অডিটোরিয়ামটি সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এরই পাশে তৈরি করা হয়েছে নতুন চার তারা হোটেলটি। সুইমিং পুল, স্পা, জিমনাসিয়াম, ব্যাঙ্কোয়েটের মতো অতি আধুনিক সুবিধা রয়েছে এই হোটেলটিতে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর