বাংলা হান্ট ডেস্কঃ সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ষাট পেরিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। জীবনসঙ্গী হিসেবে রিঙ্কু মজুমদারকে বেছে নিয়েছেন তিনি। এবার সস্ত্রীক দিলীপকেই আমন্ত্রণ জানাল রাজ্য সরকার (Government of West Bengal)।
রাজ্যের আমন্ত্রণে সাড়া দেবেন দিলীপ (Dilip Ghosh)?
আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। বর্তমানে জোরকদমে প্রস্তুতি চলছে। ‘সৈকত শহরে’ এখন সাজো সাজো রব। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে সেখানেই থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী। চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, স্নেহাশিস চক্রবর্তীরা রবিবার থেকে দিঘাতেই থাকবেন বলে খবর।
দিঘায় এই জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধনের জন্য রাজ্যের নেতা, মন্ত্রীরা আমন্ত্রণ পেয়েছেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ও তাঁর স্ত্রী রিঙ্কুকেও আমন্ত্রণ পাঠাল রাজ্য। পদ্ম নেতার ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবে রাজ্যের আমন্ত্রণ রক্ষা করতে দিলীপ ‘সৈকত শহরে’ যাবেন কিনা সেটা এখনও পরিষ্কার নয়।
আরও পড়ুনঃ ‘ব্যালেস্টিক মিসাইলগুলি তোমাদের দিকেই তাক করে রাখা আছে’! ভারতকে চরম হুমকি পাক মন্ত্রীর
অন্যদিকে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে। প্রশাসনিক স্তরেও ব্যস্ততা চরমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় থাকবেন। জানা যাচ্ছে, ২৯ তারিখ জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের উদ্বোধন। মুখ্যমন্ত্রী সেদিন মন্দিরে সোনার ঝাঁটা দেবেন। এই মন্দির উদ্বোধনের জন্যই দিলীপকে (Dilip Ghosh) আমন্ত্রণ করল রাজ্য। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিজেপি নেতা হাজির হন কিনা সেদিকে নজর থাকবে।
উল্লেখ্য, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই আবার সনাতনী হিন্দুদের নিয়ে কাঁথিতে সভা করতে চান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কর্মসূচিতে পুলিশি অনুমতি মেলেনি। ইতিমধ্যেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি। শেষ অবধি এই কর্মসূচি হয় কিনা সেটাই দেখার।