দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন সস্ত্রীক দিলীপ ঘোষ! মুখ্যমন্ত্রীর সঙ্গে করলেন সাক্ষাৎ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বুধবার সারাদিন জুড়েই রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সৈকত শহর দিঘা। কারণ, বুধবারই জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে সেখানে মহাসমারোহে সম্পন্ন হয় বিভিন্ন অনুষ্ঠান। এদিকে, দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পরই ওই মন্দির দর্শনের জন্য পৌঁছে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন সস্ত্রীক দিলীপ ঘোষ (Dilip Ghosh):

জানিয়ে রাখি যে, বুধবার বিকেলে সস্ত্রীক মন্দিরে পৌঁছে যান দিলীপ (Dilip Ghosh)। তাঁকে প্রথমে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন তাঁরা। শুধু তাই নয়, সেখানে পুজোও দেন তাঁরা। এদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন এই নবদম্পতি।

Dilip Ghosh and his wife reached Jagannath Temple in Digha.

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারই কাঁথিতে সনাতনী সম্মেলন উপলক্ষ্যে উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও, দিলীপ সেখানে না গিয়ে পৌঁছে যান দীঘায়। মন্দিরের প্রবেশের পর মুখ্যমন্ত্রীর সঙ্গেও বেশ কিছুক্ষণ ধরে খোশমেজাজে কথা বলেন দিলীপ। সেই সময়ে তাঁর (Dilip Ghosh) পাশে ছিলেন স্ত্রী রিঙ্কু মজুমদার।

আরও পড়ুন: ৩৮ বছরে পা দিলেন রোহিত! গাড়ি-বাড়ি সহ মোট কত সম্পদের অধিকারী হিটম্যান? চমকে দেবে পরিসংখ্যান

জানিয়ে রাখি যে, দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন, বুধবার হাওড়ার উলুবেড়িয়ায় একটি কর্মসূচি রয়েছে তাঁর। তবে, দীঘায় জগন্নাথ মন্দির উপলক্ষ্যে মুখ্যসচিবের কাজ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। তারপরেই দিলীপ (Dilip Ghosh) জানান, মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিনই মন্দিরে আসার চেষ্টা করবেন তিনি। আর সেই কথাই রাখলেন তিনি।

আরও পড়ুন: ফিরল শ্রীসন্থ-হরভজনের স্মৃতি! আচমকাই রিঙ্কুকে সপাটে চড় মারলেন কুলদীপ, শুরু হইচই

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজ থেকে দিলীপ ঘোষের (Dilip Ghosh) সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের ভিডিও সামনে এসেছে। মূলত, বিশ্রামকক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প করতে দেখা যায় দিলীপকে। মমতার উদ্দেশ্যে দিলীপ জানতে চান, “আপনি কখন এসেছেন?” তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী উত্তর দেন, “তিন দিন ধরে আমি বসে আছি। সাথে পাঁচ-সাত জন মন্ত্রীও রয়েছেন।” তারপরেই এই বিরাট আয়োজনের প্রশংসা করেন দিলীপ।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X