‘আমি এমন রাজ্য থেকে আসি যেখানে শৌচালয়ের টাকাও আত্মসাৎ হয়’, লোকসভায় আক্ষেপ দিলীপের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি-তৃণমূল সংঘাত আকসার বর্তমান। একদিকে শাসকদলের নিশানায় থাকে বিজেপি, অন্যদিকে স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের নিশানার তীর থাকে তৃণমূলের ওপর। সেই ধারাই অব্যাহত রেখে এদিন ফের বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির নিশানায় মমতা সরকার (Mamata Government)।

মঙ্গলবার লোকসভায় (Lok Sabha) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করে বঙ্গ বিজেপির (BJP) অন্যতম প্রধান সৈনিক দিলীপ ঘোষের (Dilip Ghosh) বলেন, “আমি এমন একটা রাজ্য থেকে আসি যেখানে শৌচালয়ের টাকাও আত্মসাৎ হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জেলে।”

   

এদিন কড়া ভাষায় একহাত নেন তৃণমূল সরকারকে। লোকসভায় দাঁড়িয়ে দিলীপ বাবু বলেন, “আমার ভাগ্যই খারাপ আমি বাংলা থেকে এসেছি। কারণ সেখানে যে সরকার রয়েছে তারা সড়ক যোজনার টাকা আত্মসাৎ হয়েছে। নারেগার টাকা লুট হয়। আবাস যোজনার টাকায় দুর্নীতি হয়। এমকী শৌচালয়ের টাকাও আত্মসাৎ হয়।”

এখানেই থেমে থাকেননি বিজেপি বিধায়ক। এরপর বাংলার স্বাস্থ্য ব্যবসার হাল নিয়ে তৃণমূলকে নিশানা করে দিলীপ বলেন, “বাংলার হাসপাতালে চিকিৎসকদের পাওয়া যায় না। চিকিৎসার জন্য ওড়িশা-মুম্বই-ভেলোর যেতে হয়। অথচ এখানে কোনও সুবিধা নেই। আর সব থেকে বড় দুর্নীতি হয়েছে শিক্ষা-ব্যবস্থায়। যেসকল ছেলে-মেয়েরা এসএসসি পাশ করেছেন তাঁরা এখন ধর্নায় বসে আসেন রাস্তায়। ওদের চাকরি চাই অথচ ওদের চাকরি নেই।”

dilip ghosh.

আপনাদের জানিয়ে রাখি , গত ৩১ জানুয়ারি থেকে লোকসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। অধিবেশনে আদানি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে একযোগে সরব হয়েছে বিরোধীরা। সেই নিয়েই উত্তপ্ত অধিবেশন। আগামী ৬ এপ্রিল পর্যন্ত চলবে লোকসভায় বাজেট অধিবেশন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর