‘তৃণমূল ওঁকে কিছুই দেবে না, শুধু ঝুনঝুনি ছাড়া’, পুরভোট ইস্যুতে বাবুলকে আক্রমণ দিলীপের

বাংলাহান্ট ডেস্কঃ দলে থাকতে কোনদিনই তাঁদের মধ্যেকার সম্পর্ক ভালো ছিল না বলেই জানে রাজনৈতিক মহল। তবে বাবুল সুপ্রিয় (babul supriyo) দিল ছাড়তেই, তাঁকে আক্রমণ করার আরও ভালো সুযোগ পেয়ে গেলেন দিলীপ ঘোষ (dilip ghosh)। প্রায় দিনই কোন না কোন বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে তর্জা লেগেই রয়েছে।

তবে এবারের বিষয় পুরসভা ভোট। কানাঘুষো শোনা যাচ্ছে, আসন্ন পুরভোটে তৃণমূলের হয়ে লড়তে পারেন বাবুল সুপ্রিয়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারে মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেনও নাকি তিনি। তাই এবার বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে এক বড় পদ পাওয়ার প্রতীক্ষায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

dilip ghosh

ঠিক এই বিষয় নিয়েই দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে, নিজের অভিমত জানাতে গিয়ে বাবুলকে বিঁধলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। নিউটাউনের ইকো পার্কে শরীরচর্চা করতে করতেই দিলীপ ঘোষ জনালেন, ‘বাবুলের জন্য তৃণমূল কিছুই করবে না, আর ঝুনঝুনি ছাড়া ওঁকে কিছু দেবেও না। বাবুল তো কলকাতার ভোটারই নন, উনি আবার কবে কলকাতার জন্য কাজ করলেন?’

সূত্রের খবর, আসন্ন কলকাতা পুরভোটে বাবুল সুপ্রিয়কে মেয়র পদে দাঁড় করাতে পারে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হিসাবে মেয়র হওয়ার দৌড়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়। কারণ তৃণমূলে এক ব্যক্তি এক পদ চালু হওয়ার কারণে ফিরহাদ হাকিমের দিকে মেয়র হওয়ার পাল্লা কিছুটা হালকাই রয়েছে। আর পাল্লার ভারী দিকটা রয়েছে সদ্য বিজেপি ত্যাগী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র দিকে।

ad

Smita Hari

সম্পর্কিত খবর