খেলা শেষ, আর দুদফার পর দেখবেন সবাই ঘরে ঢুকে গেছে- মমতাকে কটাক্ষ দিলীপের

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় চলছে নির্বাচনী মরশুম। প্রথম দুদফা ভোটের পর মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (dilip ghosh)। প্রথম দফায় ৩০ আসনে নির্বাচনের পর স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য দাবি করেছিলেন, ‘৩০ এর মধ্যে ২৬ টা আসন পাবে বিজেপি’। তাঁর এই কথার পাল্টা দিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন, ‘বাকি ৪ টে কেন বাদ থাকবে? সব নিয়ে নেও। রসগোল্লা পাবে বিজেপি’।

একদিকে যেমন চলছে নির্বাচনী তর্জা, তেমন অন্যদিকে চলছে মন্তব্যের, কটাক্ষের লড়াই। কথার বাণে কে কাকে কতোটা বিদ্ধ করতে পারে। দ্বিতীয় দফার নির্বাচনের পর নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর হারের ভবিষ্যৎবাণী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্যবারের মত এবারেও প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি।

khckcabh

দ্বিতীয় দফার নির্বাচনের পর তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন, ‘প্রথম দফায় হাত পা ভেঙ্গেছে বিজেপির, আর দ্বিতীয় দফার পর কোমর ভেঙ্গেছে। দেখবেন অষ্টম দফার পর আর উঠেই দাঁড়াতে পারবে না’।

মুখ্যমন্ত্রীর এই কথার পাল্টা জবাব দিতে রবিবার সকালে মর্নিংওয়াকে বেরিয়ে মমতা ব্যানার্জির দিকে কামান দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। তিনি বললেন, ‘এসব বাচ্চাদের মত কথা, রাজনীতিতে এসব গুরুত্বহীন। যাদের নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, তাঁরা আবার অন্যের হাত পা ভাঙা নিয়ে মন্তব্য করছে! নির্বাচনের প্রচার আর কেউ করতে পারবে না ওঁরা। খেলা শেষ, আর দুদফার পর দেখবেন সবাই ঘরে ঢুকে গেছে’।


Smita Hari

সম্পর্কিত খবর