দলীয় কর্মীদের আক্রমণ করে চন্দ্রিমা ভট্টাচার্যর প্রশংসা! তথাগতকে জবাব দিলীপের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ধীরে ধীরে দলীয় কোন্দল প্রকাশে আসছে বিজেপির (bjp)। দলের মধ্যেই বর্ষীয়ান নেতা তথাগত রায় (tathagata roy) এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh) মধ্যে ঠাণ্ডা যুদ্ধ বেঁধে গেল। দলীয় নেতাদের আক্রমণ করে, অন্যদিকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর (chandrima bhattacharya) প্রশংসায় পঞ্চমুখ হলেন তথাগত রায়।

ভোট পরবর্তী হিংসার জেরে এখনও ঘরছাড়া বিজেপির বহু কর্মী সমর্থক। সেই প্রসঙ্গে সম্প্রতি তথাগত রায় ট্যুইটে লেখেন, ‘তৃণমূলের গুন্ডাদের দাপটে বাংলার হাজার হাজার বিজেপি কর্মীরা ঘরছাড়া রয়েছেন। তাদেরকে ঘরে ফিরতে হলে মোটা টাকা দিতে হচ্ছে। এখন তো নেতাদের মধ্যে KSA পালিয়ে গিয়েছে, আর D তো ফোনই তুলছে না’।

তথাগত রায়ের এমন মন্তব্যরে পর বিজেপির অন্দরে শোরগোল পড়ে যায়। এই বর্ষীয়ান নেতা ‘K’ বলতে কৈলাস বিজয়বর্গীয়, ‘S’ শিবপ্রকাশ, ‘A’ অরবিন্দ মেনন এবং ‘D’ অর্থে দিলীপ ঘোষকেই যে ইঙ্গিত করেছেন, তা আর বোঝার অপেক্ষা রাখে না।

অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্যর প্রশংসা করে বলেন, ‘চন্দ্রিমা ভট্টাচার্য যা বলেছেন তা সততার সঙ্গে, সিনসিয়ারিটির সঙ্গেই বলেছেন। তাই আমি ওনাকে ধন্যবাদ জানাই’। একদিকে দলীয় নেতাদের আক্রমণ এবং অন্যদিকে শাসক দলের নেত্রীর গুণগান- সবমিলিয়ে তথাগত রায়ের উপর কিছুটা হলেও ক্ষিপ্ত পদ্ম শিবির।

তথাগত রায়ের ট্যুইটের জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘দলীয় কর্মীদের বিষয়ে যিনি এমন মন্তব্য করছেন, তিনি নিজেই তো তাঁদের পাশে থাকতে পারেন। আমি কিন্তু দলীয় কর্মীদের পাশেই আছি’।

সম্পর্কিত খবর

X