BJP-র সংস্কৃতি? দলে পাত্তা না পেয়ে বাঙালি ইউটিউবার ও সাংবাদিকদের ‘বেজন্মা’ আখ্যা দিলীপের, প্রতিবাদে সরব বাংলা হান্ট

Published on:

Published on:

Dilip Ghosh calls journalists and YouTubers 'unborn'

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েক মাসে দল ও নেতৃত্ব নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, কখনও দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন উপস্থিতি, দিলীপের অবস্থান ঘিরে ক্রমেই জল্পনা বাড়ছিল। আর এবার ফের এক রাজনৈতিক সভায় বিস্ফোরক মন্তব্য করে সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।

‘বেজন্মার দল’, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)

সম্প্রতি এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ নাম না করে বাংলা রিপোর্টার, ইউটিউবার ও বুদ্ধিজীবীদের উদ্দেশে আক্রমণ করেন। এদিন দিলীপ ঘোষ বলেন, “কিছু ইউটিউবার, কিছু রিপোর্টার, কিছু বুদ্ধিজীবী ইদানিং খুব হিতৈষী হয়ে আছে, বিজেপিকে খুব ভালোবাসে, নিজেদের মা-বাবার থেকেও।” এরপর দিলীপ ঘোষ বলেন “কিছু রিপোর্টার আছে যারা দিলীপ ঘোষ কি বলবে, কোথায় যাবে সেগুলো নিয়ে কথা বলছে”। এরপরে বাংলার ইউটিউবার ও রিপোর্টারদের ‘বেজন্মার দল’ বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।

প্রতিবাদ জানাল বাংলা হান্ট

দিলীপ ঘোষের (Dilip Ghosh) এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘বাংলা হান্ট’। একজন জনপ্রতিনিধি কিভাবে এরকম মন্তব্য, এরকম ভাষা ব্যবহার করতে পারে তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এই মন্তব্য ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পৌঁছেছে। সূত্রের খবর, দিলীপ ঘোষকে এই বিষয়ে তলব করা হতে পারে।

Dilip Ghosh calls journalists and YouTubers 'unborn'

আরও পড়ুনঃ বধূ নির্যাতনের মামলা করলেই গ্রেফতার নয়! হাইকোর্টের রায়কে মান্যতা শীর্ষ আদালতের

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্প্রতি বিজেপির রাজ্য রাজনীতিতে একপ্রকার কোণঠাসা হয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিভিন্ন কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি, নরেন্দ্র মোদীর সভায় জায়গা না পাওয়া, কেন্দ্রীয় নেতাদের দূরত্ব, সব মিলিয়ে চাপ বাড়ছিল তাঁর উপর। সেই রাগই কি এবার সংবাদমাধ্যম ও ইউটিউবারদের উপর উগরে দিলেন তিনি? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।