‘৫৫০ কোটি পাওয়া যাবে কেষ্টর বাড়িতে!” TMC বিধায়কের থেকে টাকা উদ্ধারের পর বললেন দিলীপ

বাংলা হান্ট ডেস্কঃ চলতি সপ্তাহে বুধবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বিধায়কের (TMC MLA) বাড়ি ও বিড়ি কারখানায় হানা দেয় আয়কর দফতর। মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা সহ গুদাম, বাড়িতে কয়েক ঘন্টা ধরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে নগদ ১১ কোটিরও বেশি টাকা।

শাসকদলের বিধায়কের বাড়ি থেকে কুবেরের ধনের হদিশ মিলতে স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিতে ঘাসফুল শিবির। অন্যদিকে তৃণমূলকে একহাত নিয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। । এরই মধ্যে এদিন কোটি টাকা উদ্ধারের আবহেই মুখ খুুললেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

ঠিক কী বললেন তিঁনি? এদিন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক দিলীপ ঘোষ বলেন, ‘কেন্দ্র বলছে ডিজিট্যাল পেমেন্ট করতে হবে। দশ বিশ লাখ টাকা পেমেন্ট পারপাসে বাড়িতে থাকা স্বাভাবিক। কিন্তু ১১ কোটি টাকা! যেখানে হাত দিচ্ছে, টাকা পাচ্ছে। টাকা উদ্ধার না হলে, তবু হ্যারাসমেণ্ট হয়েছে বলা যেত। এতো যেখানে হাত দিচ্ছে, টাকা বেরিয়েই যাচ্ছে। পার্থবাবুর বাড়িতে গেলে সাড়ে তিনশো কোটি পাবে। কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে। সাংসদ, বিধায়কদের বাড়িতে কোটি কোটি টাকা পাবে। তথ্যপ্রমাণ আছে তো। পাবলিক হাসছে।’

dilip ghosh,

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে একের পর এক শাসকদলের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে টাকা উদ্ধার ঘটনায় রীতিমতো তোলপাড় বঙ্গ রাজনীতি। পাশাপাশি গরু পাচার মামলায় আপাতত শ্রীঘরে দিন কাটাচ্ছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর