‘CBI-কে ম্যানেজ করে ভেবেছিল তদন্ত ধামাচাপা দেবে’, পার্থ গ্রেফতারি নিয়ে বললেন দিলীপ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partho Chottopadhyay) আর এবার তৃণমূল নেতার গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার পাশাপাশি সিবিআই (CBI) এবং ইডিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ।

কি বলেছেন তিনি? উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত মামলায় গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় ইডি অফিসাররা। এরপরে দীর্ঘ ২৪ ঘন্টা ম্যারাথন জেরা চলার পর অবশেষে এদিন সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। এই প্রসঙ্গে এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ ছুঁড়ে দেন। দিলীপ ঘোষের দাবি, “বাংলার মানুষকে বহুদিন ধরেই বঞ্চনার শিকার হতে হয়েছে। আর্থিক প্রতারণা সহ বহু মামলাতে এখনো পর্যন্ত বিচার হয়নি। তবে এবার সত্য সামনে আসতে শুরু করেছে। ইডির উচিত তদন্তকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া।”

যদিও এরপরে সিবিআই এবং ইডিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন দিলীপবাবু। তিনি বলেন, “যখন দুর্নীতি মামলায় ইডিকে তদন্তের দায়ভার দেওয়া হয়েছিল, তখন ওরা বলল যে, সিবিআই থাকতে হঠাৎ ইডি কেন? আসলে সিবিআইকে হয়তো ম্যানেজ করে ভেবেছিল তদন্তকে ধামাচাপা দেওয়া যাবে। কিন্তু সবাইকে চুপ করানো সম্ভব নয়।” এরপরেই স্বাভাবিকভাবে তাঁর বক্তব্য ঘিরে বিতর্কে সৃষ্টি হয়। এক্ষেত্রে সিবিআইকে ম্যানেজ করার কথা বলে তিনি কি বোঝাতে চেয়েছেন, তা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা।

প্রসঙ্গত, গতকাল পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ২১ কোটি টাকার বিপুল অর্থ, একাধিক সোনা, ২০ টি মোবাইল ফোনের পাশাপাশি বিদেশি মুদ্রা। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। একইসঙ্গে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশন মামলার কোনরকম সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে শুরু করে গোয়েন্দা সংস্থা আর পরবর্তীতে, তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে জল্পনা উঠতে শুরু করে। এর মাঝে শুক্রবার সকালে পার্থর নাকতলার বাড়িতে হানা দেয় ইডি অফিসাররা এবং শেষ পর্যন্ত এদিন সকাল হতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হলেন পার্থ চট্টোপাধ্যায়।

X