শুধু তৃণমূলের অক্সিজেনের অভাব পড়েছে, এতে বিজেপির কোনও দোষ নেই! খোঁচা দিলীপের

বাংলাহান্ট ডেস্কঃ দেশ সহ রাজ্যের করোনা পরিস্থিতি দিনে দিনে ভয়াল হয়ে উঠছে। একেরপর এক রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা ক্রমে ঊর্ধ্বমুখী। এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে বাঁধ সেধেছে অক্সিজেনের আকাল (Oxygen Shortage)। দেশের সর্বত্র চিত্রটা মোটামুটি একইরকম। দেশজুড়ে তৈরি হওয়া এমন উদ্বেগজনক পরিস্থিতির জন্য রাজ্যের শাসকদল দায়ী করে আসছে কেন্দ্র সরকারকে। পূর্বে একেরপর এক জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গোটা দেশে করোনার এহেন সংকটজনক পরিস্থিতি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এসেছেন। এবার তা নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রতিদিনের প্রাতঃভ্রমণও ইদানীং আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। কারণ সেখান থেকেই তিনি ভোটের বাংলার একাধিক ইস্যু নিয়ে আলোচনা সহ জন্ম দেন নানান বিতর্কিত মন্তব্যের। তবে এদিন মর্নিং ওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষ মুখ খুললেন অপর্যাপ্ত অক্সিজেনের জন্য রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারকে দায়ী করা প্রসঙ্গে। তিনি বলেন “আমাদের অক্সিজেন সরবরাহ কম নেই, কম হচ্ছে তৃণমূলের।(TMC)”

An Images

রবিবার সুভাষ সরোবরে প্রাতঃভ্রমণে মেদিনীপুরের সাংসদ অক্সিজেনের আকালের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে বলেন, “তৃণমূল নেতাদের অক্সিজেনের অভাব পড়েছে, তার দায় বিজেপির নয়।” পাশাপাশি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতার বিনামূল্যে রাজ্যবাসীকে ভ্যাকসিন (Free Of Cost Vaccine) দেওয়ার প্রসঙ্গে মন্তব্য করেন, ‘ মুখ্যমন্ত্রী বিনামূল্যে ভ্যাকসিন দেবেন বলেছেন, কেন্দ্র জানিয়েছে তাঁরা যেখান থেকে ভ্যাকসিন কেনে রাজ্য সরকারও সেখান থেকে তা কিনতে পারবে। শুনেছি টাকাও রেখেছে। এবার বিনামূল্যে দিয়ে দেখাক’।

এমনকি দিলীপ ঘোষ এদিন রাজ্যে ভোটগ্রহণ নিয়েও মন্তব্য করেন। তাঁর কথায় ‘এতদিন গুণ্ডারা ভোট করাত। এখন পুলিশ ভয় পেয়েছে, ভাবছে সরকার উল্টে গেলে কি হবে। তাই এত কাণ্ড।’ উল্লেখ্য দিলীপ ঘোষ এই মন্তব্যের মাধ্যমে মুখ খলেন মানিক তলায় বিজেপি (BJP) কর্মীর উপর হামলা ঘটনা নিয়ে।

সম্পর্কিত খবর