এক সপ্তাহের মধ্যে বড়সড় অভিযান চালাবে ED! দিলীপ ঘোষের ভবিষ্যদ্বাণীতে শোরগোল বাংলায়

বাংলা হান্ট ডেস্কঃ ‘এক সপ্তাহের মধ্যে হাওড়া এবং কলকাতায় বড়সড় অভিযান করতে চলেছে ইডি’, এদিন ফের একবার বিস্ফোরক মন্তব্য করে বসলে বিজেপি (Bharatiya Janata Party) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কটাক্ষ করেও একের পর প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা এবং অন্যান্য একাধিক ইস্যুতে সিবিআই এবং ইডি বাংলার বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি অন্যান্য একাধিক মামলায় অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো তৃণমূল নেতা মন্ত্রীরা হেফাজতে।

এর মাঝেই দিলীপ ঘোষ বলেন, “আর এক সপ্তাহের মধ্যে কলকাতা এবং হাওড়া অঞ্চলে বড়সড় অভিযান চালাতে চলেছে ইডি। মাঝের অনেক সময় ধরে একাধিক তথ্য সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন লোককে তলব করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আদালত চাপ দিচ্ছে, তদন্ত যাতে তাড়াতাড়ি শেষ করা যায়। তাই অনেকের ধারণা, আগামী সপ্তাহে বড়সড় অভিযান চালানো হতে পারে।”

উল্লেখ্য, গতকাল বাংলার রাজ্যপালের ডাকে চেন্নাই পৌঁছে সর্বপ্রথম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “২০১৯ সালে ওরা বলেছিল, বিজেপি নাকি একটাও আসন পাবে না। অথচ সেবার আমরা তিনশোর অধিক সিট পাই আর ওরা বাংলা থেকে পেয়েছিল মাত্র ১৮ টি। এসব শুধুমাত্র ডায়লগ।”

অপরদিকে, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে ইডির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “যারা টাকা নিয়েছে এবং দুর্নীতিতে সামিল ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে পরবর্তী সময়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে আসতে চলেছে।”

Untitled design 2022 08 26T152612.009

পাশাপাশি সম্প্রতি গুজরাটে সেতু বিপর্যয় নিয়ে যখন বিজেপি সরকারকে আক্রমণ করে চলেছে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি অন্যান্য বিরোধী দলগুলি, সেই প্রসঙ্গতেও এদিন মুখ খুলতে দেখা যায় দিলীপ ঘোষকে। তিনি বলেন, “সেতু বিপর্যয়ের কিছু মুহূর্তের মধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছে গুজরাটের সরকার। পাশাপাশি ১৫ মিনিটের মধ্যে উদ্ধারকার্য শুরু করা গিয়েছে। মাত্র কিছু সময়ের মধ্যে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের এখানে মাল নদীতে হড়পা বান কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেতে সময় লেগে গিয়েছিল এক সপ্তাহ। তাই অন্যের বিষয়ে বলার আগে নিজেদের পরিস্থিতি দেখা দরকার।”

Sayan Das

সম্পর্কিত খবর