দিলীপ ঘোষ একজন জোকার, ওঁকে দেখে বাচ্চা বুড়ো সকলেই হাসেঃ জ্যোতিপ্রিয়

বাংলা হান্ট ডেস্কঃ  বঙ্গ বিজেপির সভাপতি পদে দ্বিতীয় ইনিংশ শুরু করতে না করতেই আক্রমণের শিকার হলেন দিলীপ ঘোষ। একেবারে নজিরবিহীনভাবে দিলীপকে আক্রমণ শাণালেন তৃণমূল নেতা তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বঙ্গ বিজেপির সভাপতিকে ‘জোকার’ বলে কটাক্ষ করলেন জ্যোতিপ্রিয়।

d an j 1

এবার একটানা তিন বছরের জন্য বাংলায় দায়িত্বে তাঁকে বহাল রেখেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই প্রসঙ্গেই উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ওই দিনই বর্ধমানের এক জনসভা থেকে দিলীপকে নিশানা করেছিলেন। বলেছেন, ‘দিলীপ ঘোষ একজন জোকার, ওঁকে দেখে বাচ্চা বুড়ো সকলেই হাসে। কাকে কি বলতে হয়, দিলীপ ঘোষ সেটাই জানেন না।’ বাংলায় ক্ষমতায় আসবে বলে দিবাস্বপ্ন দেখছেন তিনি, কিন্তু ৫০ বছরেও তা পূরণ হওয়ার নয়, এমনটাই দাবি করেছেন খাদ্যমন্ত্রী।

এরপর এবিভিপি বিরুদ্ধে সরব হয়ে জ্যোতিপ্রিয় পদ্মশিবিরের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি তিনি বলেন, নারী-পুরুষকে কি চোখে দেখতে হয়, সেটাও তাঁরা জানে না বলে দাবি তৃণমূল নেতার।

d and j

প্রসঙ্গত, রানাঘাটের জনসভায় বলেছিলেন, ‘যারা সম্পত্তি নষ্ট করেছে, তাদের উত্তরপ্রদেশের মতো গুলি করে মারা উচিত্।’  এই মন্তব্যে আলোড়ন পড়ে যায় বিরোধী দলগুলির মধ্যে। অন্যদিকে বিজেপিও কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, বলা বাহুল্য। এই ঘটনার প্রেক্ষিতে টুইট করে বাবুল লেখেন, ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপ দা। দিলীপ ঘোষ যা বলেছেন, তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তিনি যা বলেছেন, সবটাই তাঁর মস্তিষ্কপ্রসূত।‘ তবে পুনরায় সভাপতির পদে আসার পর দ্বন্দ্ব ভুলে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়।

 

 

 

 


সম্পর্কিত খবর