উত্তরপূর্ব দিল্লীতে গতকাল থেকে ব্যাপক উপদ্রব শুরু হয়েছে। এর মধ্যেই আজাদী গ্যাংকে আক্রমন করে বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বড়ো মন্তব্য করেছেন। দিলীপ ঘোষ বলেছেন যারা দেশের মধ্যে সুরক্ষিত থেকেও আজাদি আজাদি বলে চিৎকার করে তারা ভারতের ছবিকে কালিমালিপ্ত করার মানসিকতা নিয়ে এই কাজ করে। এগুলো খুবই নোংরা কাজ। সামান্য কিছু মানুষ এই কাজ করছে যাদের পেছনে রাজনৈতিক শক্তি রয়েছে।
দিলীপ ঘোষ বলেন, ট্রাম্প ভারতে আছে তাই স্বাভাবিকভাবেই পুরো বিশ্বের নজর ভারতের দিকে রয়েছে। এই সময় দিল্লীতে আগুন জ্বালিয়ে, গুলি চালিয়ে দেশের ছবি খারাপ করার চেষ্টা হচ্ছে। প্রসঙ্গত জানিয়ে দি, ট্রাম্প আসার দিন থেকেই কট্টরপন্থীরা ব্যাপক উপদ্রব শুরু করেছে এটা যে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণের চেষ্টা তা নিয়ে কোনো সন্দেহ নেই।
উত্তরপূর্ব দিল্লির অবস্থায় কাশ্মীরের থেকেও শোচনীয় হয়ে পড়েছে। জাফরাবাদ, সিলামপুর, ভজনপুরা অঞ্চলে, 22 ফেব্রুয়ারির রাত থেকেই উন্মাদী সন্ত্রাস করার মানসিকতায় ছিল, তাদের সন্ত্রাসবাদ ছড়াতে বাধা দিতে পুলিশ প্রেরণ করা হয়েছিল। তবে পুলিশের থেকে কট্টরপন্থীর সংখ্যা অনেক বেশি থাকায় স্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
উন্মাদী জেহাদীদের ভিড় মন্দির থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি ঘর লুটপাট চালায়, পেট্রোল পাম্পে আগুন লাগিয়ে দেয়। উত্তরপূর্ব দিল্লীর দাঙ্গায় এখনও অবধি প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে CAA এর বিরোধিতার নামে উপদ্রব করা কট্টরপন্থীরা এসিড ছুড়ে তিন সুরক্ষাকর্মীদের আহত করেছে। এর আগে গতকাল কট্টরপন্থীরা গুলি ও পাথর ছুঁড়ে এক পুলিশ কনস্টেবল রতন লালকে হত্যা করেছিল। রতন লালের দুটি সন্তান রয়েছে এবং তিনি তাঁর পরিবারের একমাত্র ব্যক্তি যিনি উপার্জন করতেন।