বাংলা হান্ট ডেস্ক : করোনা ভাইরাসের আতঙ্কে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশ জুড়ে পাবলিক কারফিউর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে নিজেদের সুরক্ষার জন্যই গোটা দেশজুড়ে পালন করা হচ্ছে এই পাবলিক কারফিউ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বরাবরই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদের শিরোনামে থাকেন। করোনা আতঙ্কের মাঝেও বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে এলেন দিলীপ ঘোষ।
সম্প্রতি দিলীপ ঘোষ বলেন, ” পিজা, বার্গার, পাস্তা যারা খান তারাই বেশি করোনা আক্রান্ত হয়েছেন। পাস্তা খেলে পস্তাতে হবে। নিম পাতার রস খান। ”
তিনি আরো বলেন, “শঙ্খধ্বনি জীবাণুমুক্ত করে। ভূমিকম্প হলে শাঁখ বাজিয়ে সতর্ক করা হয়। যে বছর শনির প্রকোপ বাড়ে তখন এ ধরনের মহামারী হয়। এই প্রকোপ দু মাসের বেশি থাকবে। আমি জানি এটাতেও সোশ্যাল মিডিয়ার লোক হাসাহাসি হবে, তবে এই কথা সত্য। “এই বলেই করোনা নিয়ে নতুন তথ্য দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই মন্তব্য করার পর থেকেই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হচ্ছেন তিনি।