‘গায়ে কাদা লাগানোর চেষ্টা, এতদিন CID দিয়ে তদন্ত করাননি কেন?’ জনস্বার্থ মামলা নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাংলায় চলছে মামলা তার উপর মামলার রাজনীতি। ইডি-সিবিআই-এর দাপটে জেরবার বাংলার শাসক দল। এবার পাল্টা জনস্বার্থ মামলা হলো বিজেপি-সিপিএমের মোট ১৭ জন সাংসদ-বিধায়ক-নেতাদের নামে। এই বিষয়ে শুক্রবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘আদালত যা মনে করবে তাই করবে। এতদিন তো সিআইডি দিয়ে তদন্ত করাতে পারতেন।’

সম্পত্তি বৃদ্ধি নিয়ে নতুন দায়ের হওয়া জনস্বার্থ মামলায় নাম থাকা প্রসঙ্গে দিলীপবাবু আরও বলেন ‘গায়ে কাদা লাগানোর চেষ্টা হচ্ছে। এটা প্রেস্টিজের ব্যাপার।’ তিনি বলেন, ‘কে কার কাছ থেকে টাকা নিয়েছে, কেউ কি অভিযোগ করেছে? কোর্ট যা মনে করবে তাই করবে। এতদিন সিআইডি দিয়ে তদন্ত করাতে পারতেন। করাননি কেন? জানেন যে এগুলো সবই মিথ্যা।’

কিছুদিন আগেই শাসকদলের ১৯ জন নেতা মন্ত্রীর অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা হয়। এর পরই বৃহস্পতিবার নতুন করে একটি মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এই নতুন জনস্বার্থ মামলায় বিজেপি, কংগ্রেস, সিপিএম মিলিয়ে ১৭ জন নেতানেত্রীদের নাম রয়েছে। রয়েছে তৃণমূলের টিকিটে জেতা দু’জন সাংসদের নামও। এই তালিকায় নাম রয়েছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরও। জানা যাচ্ছে মামলাটি দায়ের করেন সুজিত গুপ্তা নামে এক ব্যক্তি।

মামলাকারীর দাবি, বিজেপি-কংগ্রেস নেতাদের মধ্যেও কারোর কারোর সম্পত্তি বেড়ে হয়েছে দ্বিগুণ। কিন্তু এত সম্পত্তি বাড়ানোর ক্ষেত্রে আয়ের উৎস কী তা কেউ জানেনা। তালিকায় নাম রয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী, তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নাম। তাঁদের আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে বলে অভিযোগ করেন মামলাকারী।

সম্পর্কিত খবর

X