বাংলাহান্ট ডেস্কঃ রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ত্যাগের পর প্রবীর ঘোষালের (prabir ghosal) গলাতেও শোনা যাচ্ছিল দল বিরোধী সুর। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, ‘দল বদলালেও, প্রবীরের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে’। এরপর আবার তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় তিনি লিখেছিলেন ‘কেন বিজেপি করা যায় না’। এসব নিয়ে জোর জল্পনা কল্পনাও শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
বৃহস্পতিবার এ প্রসঙ্গেই মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তিনি বলেন, ‘বিজেপিতে আসার পর কেউ কেউ বলেছে আগে ভুল করেছি, আবার কেউ কেউ বলেছেন এখন ভুল করেছেন। তাই বলছি, কোনটা ভুল সেটা আগে ঠিক করুন। গঙ্গার মতো পবিত্র ছিল বিজেপি, আর থাকবেও। কিন্তু অনেকেই সেই পবিত্রতাকে ঠিক সহ্য করতে পারছেন না। তাই তাঁদের উদ্দেশ্যে বলব- যে এদো পুকুরে ছিলেন, সেখানেই চলে যান। কোন সমস্যা নেই আমাদের’।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে প্রাক্তনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের সঙ্গে চাটার্ড বিমানে দিল্লী উড়ে গিয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা তৃণমূলের (tmc) প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। তারপর সেখানে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই, বিজেপির বাংলা জয়ের কাণ্ডারি হতে নাম লিখিয়েছিলেন পদ্ম শিবিরে। বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন উত্তরপাড়ায়। কিন্তু নির্বাচনে বিজেপির মত, প্রবীর ঘোষালও পরাজিত হন। শুরু হয় দলের সঙ্গে দূরত্ব।
এরপর রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ত্যাগ করতেই, তাঁর গলাতেও শোনা যাচ্ছিল দল বিরোধী সুর। তারপর আবার তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় তিনি লিখছিলেন ‘কেন বিজেপি করা যায় না। ওখানে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি’। তারপর আবার সাংবাদিক বৈঠকে জানান, মানসিকভাবে তিনি আর বিজেপির সঙ্গে নেই।