বাংলা হান্ট ডেস্কঃ অতীতেও একাধিকবার তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সম্প্রতি সেই ধারা বজায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee) বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। এরপরেই গোটা ঘটনার সমালোচনার সরব হয় তৃণমূল(TMC) দল এবং রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সকল ঘটনা সত্বেও এদিন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিলেন দিলীপ।
এদিন দিলীপ ঘোষ বলেন, “বাংলায় যত আদালত এবং থানা রয়েছে, সব জায়গায় ওরা আমার বিরুদ্ধে কেস দায়ের করেছে। কিন্তু এসব চেষ্টা সত্বেও ওদের শূন্য হাতে ফিরতে হবে। মুখ্যমন্ত্রী যে সকল বিতর্কিত মন্তব্য করেন, তার বিরুদ্ধেই আমি কথা বলেছি। তৃণমূল দলের কারোর কোন কাজ নেই। সবকটা ওখানে চোর। নির্লজ্জ আর বেহায়ার দল। যে রাজ্যপালকে আক্রমণ করে, এখন তাঁর কাছে দেখা করতে গিয়েছে। দম থাকলে আমাকে গ্রেফতার করে দেখাক।”
শুধু তাই নয়, এরপর গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, “চোখে আঙুল দিয়ে কথা বলার দম আমার রয়েছে। যদি চৌরাস্তা কিংবা ভবানীপুরে গিয়ে বলতে বলে, আমি তাও বলবো। চোরকে চোর এবং ডাকাতকে ডাকাত বলা কোন অন্যায় নয়। সাহস থাকলে আমাকে গ্রেফতার করে দেখাক।”
উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠান চলাকালীন দিলীপ ঘোষ বলেন, “বাংলায় থাকলে উনি বলেন বাংলার মেয়ে। আবার গোয়ায় গিয়ে বলেন সেখানকার মেয়ে। বাবা মায়ের কি কোন ঠিকানা নেই। যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে ইচ্ছামত যা খুশি বলছেন, এটা কি হয় নাকি?”
এদিন বিজেপি নেতার বিরুদ্ধে বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ করার পাশাপাশি রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য রাজভবনে যায় শাসক দল। রাজ্যপাল জগদীপ ধনখড়ের নিকট তারা দিলীপ ঘোষের কঠোর সাজা পাওয়ার দাবি জানায়। এই প্রসঙ্গে এদিন তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার বলেন, “উনি বিজেপির একজন নির্বাচিত সাংসদ হয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অপমান করেছেন, তা অনুচিত। আমরা এদিন রাজ্যপালের কাছে গিয়ে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার বিষয় দাবি জানাই। এই অপরাধের কোন ক্ষমা হয়না।”