শিল্প মুক্ত বাংলা গড়ার জন্য ইতিহাসে নাম থাকবে মমতার! সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলীপের

বাংলাহান্ট ডেস্ক : গত বুধবার ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায় শোনা গেল সিঙ্গুর প্রসঙ্গ। এদিন শিলিগুড়িতে একটি অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়েছে সিপিএম। আমরা নই। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর ফের একবার মাথাচাড়া দিয়ে ওঠে রাজনৈতিক তরজা। বাম- বিজেপি সকল পক্ষ আক্রমণ করতে থাকেন মুখ্যমন্ত্রীকে।

বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, “মুখ্যমন্ত্রীর বক্তব্যের থেকে ভালো জোকস আর হয় না। এই জীবনে যত মজার মজার জোকস বলেছিলেন তার মধ্যে এটা সেরার সেরা। সিঙ্গুরে ধর্না মঞ্চে উনি কি করেছিলেন তা সবাই জানে। বিরিয়ানি খেয়ে অনশন করছিলেন। উনি নিজেই এসব নাটক করেছেন। বাংলাকে সম্পূর্ণভাবে শিল্প মুক্ত তৈরি করেছেন। এর সম্পূর্ণ কৃতিত্ব ওনার। শিল্প মুক্ত বাংলা গড়ে তোলার জন্য ওনার নাম লেখা থাকবে ইতিহাসে।”

   

এদিন শিলিগুড়ির অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন যে পর্যটন শিল্পে একদিন বাংলা পথ দেখাবে। এই বক্তব্যের পাল্টা বক্তব্য করে বিজেপি নেতা বলেছেন, “আমাদের পশ্চিমবঙ্গেই এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো যদি একটু ঠিকঠাক করে সাজানো হতো, সড়ক পথ উন্নত করা হতো, থাকার ব্যবস্থা করা হতো তাহলে বাঙালি ঘোরার জন্য বাইরে যেত না।”

Mamata dilip

পাশাপাশি তার আরোও সংযোজন, “উত্তরবঙ্গ জুড়ে প্রচুর মনোরম জায়গা আছে। একদিকে যেমন ডুয়ার্সের পাহাড়, আবার অন্যদিকে বিষ্ণুপুরের প্রাচীন মন্দির, ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদ, এইসব জায়গা গুলিতে একটু পরিষ্কার করে গুছিয়ে যদি ওয়েবসাইটে ডিটেলস দেওয়া যেত তাহলে প্রচুর পর্যটক আসতো। এর ফলে লাভ হতো বাংলার সরকারের। কিন্তু এসব ইচ্ছে ওনার নেই।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর