বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ‘ভারত’ ও ‘ইন্ডিয়া’, এই দুই নাম নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। যার জেরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। ‘ইন্ডিয়া’ নাম বদল করে ‘ভারত’ করা নিয়ে জোর রাজনৈতিক তরজা। এরই মধ্যে জি–২০ শীর্ষ সম্মেলনে দেখা গেল, প্রধানমন্ত্রীর সামনে রাখা ফলকে বড় করে লেখা ‘ভারত’। এই সব নিয়ে যখন বিস্তর জলঘোলা চলছে সেই সময়ই রীতিমতো হুমকি দিয়ে বিতর্ককে আরও কিছুটা উস্কে দিলেন বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh)।
ঠিক কী বললেন তিনি? এদিন প্রকাশ্যে বঙ্গ বিজেপির অন্যতম প্রধান নেতা দিলীপ ঘোষ বলেন, ‘ইন্ডিয়া নয়, দেশের নাম শুধুমাত্র ভারত রাখা হবে। যাদের পছন্দ হবে না, তারা বাইরে চলে যেতে পারেন। যেমন অন্য সবকিছু পাল্টে যাচ্ছে তেমন দেশের নামও পাল্টে যাবে। কারও আটকানোর ক্ষমতা নেই।’
এখানেই শেষ নয়। মেদিনীপুরের দাপুটে বিজেপি সাংসদ আরও বলেন, ‘যে বা যারা ইন্ডিয়া খুঁজবে, ব্রিটেনে গিয়ে খোঁজো, যেখানে ইন্ডিয়া হাউজ আছে। যেখানে সাভারকার থাকতেন। এই ভারতে কোনও ইন্ডিয়া থাকবে না।’
আরও পড়ুন: পুজোর আগেই DA চাই! এবার কী ময়দানে নামবে কেন্দ্র সরকার ও শুভেন্দু? তোলপাড় রাজ্যে
দিলীপের যুক্তি, ‘ আজ যারা এই নামের বিরোধিতা করছে তারা বলুন, মাদ্রাজকে চেন্নাই করা হল কেন? ভারতের বেশির ভাগ বড় শহরের নাম পাল্টে গিয়েছে। ঔরঙ্গাবাদ হয়েছে সম্ভাজিরাও। প্রায় এক হাজার বছর ধরে ব্রিটিশ, পর্তুগিজ, মুঘলরা দেশকে পরাজিত করে রেখেছিল। তাদের কোনও চিহ্ন এ দেশে থাকবে না।’ দিলপের প্রকাশ্য হুঁশিয়ারি, ‘হিম্মত থাকলে আটকে দেখান।’
আরও পড়ুন: আকাশে ঘন কালো মেঘ! একটু পরেই দক্ষিণবঙ্গের এই ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আবহাওয়ার আপডেট
তিনি আরও বলেন, ‘কলকাতার রাস্তায় বহু ব্রিটিশদের মূর্তি ছিল। এখন আর নেই। যে দু’একটা এখনও রয়েছে, সেই সব উপড়ে ফেলব। একবার শুধু বিজেপি ক্ষমতায় আসুক। রাস্তায় গোলামির কোনও চিহ্ন থাকবে না। সকালে উঠে বিদেশিদের মুখ দেখবে আমাদের ছেলেমেয়েরা! সেসব চলবে না।’ দেশের নাম বিতর্কের মধ্যেই দিলীপের এই মন্তব্য যেন আগুনে ঘি ঢালার জোগাড়।