ক্ষমা চাইলেন দিনেশ, ঘটনায় জড়িত ধোনিও, সত্যিটা কি জানেন?

ভারতীয় ক্রিকেট দলের সাবেক উইকেট রক্ষক ব্যাটার দিনেশ কার্তিককে (Dinesh Karthik) হঠাৎ করেই প্রকাশ্যে ক্ষমা চাইতে হলো। কার্তিক (Dinesh Karthik) বলল, ‘ভাই, বড় ভুল হয়ে গিয়েছে।’ প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনি সংক্রান্ত একটি বিষয়ে সবার সামনে ক্ষমা চাইতে হয়েছে কার্তিককে। ক্ষমা চাওয়ার পর কার্তিক বলেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি।’ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কী এমন ভুল করলেন কার্তিক? জানুন বিস্তারিত

আসলে, কার্তিক তিনটি ফরম্যাটের জন্য ভারতীয় দলের সর্বকালের একাদশ নির্বাচন করেছিলেন। সম্প্রতি একটি শো-তে এই দলটিকে বেছে নিয়েছিলেন কার্তিক। যাইহোক, কার্তিক এমএস ধোনিকে তাঁর প্রধান একাদশে অন্তর্ভুক্ত করেননি, যা তিনি পরে বুঝতে পেরেছিলেন এবং তারপর তিনি সকলের কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি তাঁর সর্বকালের ভারত একাদশে ধোনিকে নির্বাচন না করার জন্য ক্ষমা চেয়েছেন।

Dinesh Karthik

ক্ষমা চাওয়ার পর কার্তিক (Dinesh Karthik) বলেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি।’

কার্তিক তাঁর ভুল সম্পর্কে বলেন, ‘ভাইরা, এটা একটা বড় ভুল ছিল। সত্যি, এটা একটা ভুল ছিল। যখন এপিসোড এল, তখন সেটা দেখে আমি বুঝতে পেরেছি।’ কার্তিক আরও বলেন, ‘আমি আমার প্লেয়িং ইলেভেনে উইকেটরক্ষক নির্বাচন করতে ভুলে গিয়েছিলাম। রাহুল দ্রাবিড় দলে ছিলেন। সবাই ভেবেছিল যে আমি একজন পার্টটাইম উইকেটকিপার রাখি, কিন্তু বাস্তবে রাহুল দ্রাবিড়কে কিপার হিসেবে রাখিনি। উইকেটরক্ষক নিজেই। কারণ আমি উইকেটরক্ষককে কিপিং করতে ভুলে গিয়েছি, এটা একটা বড় ভুল।’

তারপর আরও কথা বলার সময় কার্তিক ধোনিকে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বলেছেন। এছাড়াও কার্তিক বলেছেন যে ধোনি সব ফর্ম্যাটে তাঁর দলের জন্য সাত নম্বরে থাকবেন। ধোনি ছাড়া দীনেশ কার্তিকের প্লেয়িং ইলেভেন কেমন ছিল জানেন? দলে ছিলেন- বীরেন্দ্র শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাসপ্রিত বুমরাহ, জহির খান। আর ১২ তম খেলোয়াড় ছিলেন হরভজন সিং।


Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর