বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ জিততে সক্ষম হয়েছে। লখনউয়ের মাটিতে এই ম্যাচ জিতে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) সিরিজে সমতা ফিরিয়ে এনেছেন। এই ম্যাচের ফেরার পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কারণ তিনি শেষ অবধি ক্রিজে থেকে দলের জয় নিশ্চিত করে এসেছিলেন।
ভারত ৬ উইকেটে এই ম্যাচ জিতলেও অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমী লখনউয়ের এই পিচ নিয়ে সন্তুষ্ট নন। প্রথমে ব্যাট করে পুরো ২০ ওভার অলআউট না হয়েও মাত্র ৯৯ রান ওই পিচে তুলতে পেরেছিল নিউজিল্যান্ড। তখন সকলেই মনে করেছিলেন এর মূল কারণ হলো স্পিনের বিরুদ্ধে কিউয়িদের দুর্বলতা।
কিন্তু পরে যখন ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডার সমানভাবে স্ট্রাগল করে, তখন অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন যে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য এই জাতীয় পিচ প্রস্তুত করা কি আদেও ন্যায্য। দর্শকরা মূলত বিনোদনের জন্যেই বেছে নেন এই ফরম্যাটকে। কিন্তু এত লো স্কোরিং ম্যাচ কখনোই যোগ্য বিনোদনের যোগান দিতে পারে না।
কাল এমনকি সূর্যকুমার যাদবের মতো আগ্রাসী ক্রিকেটারও নিজের গোটা ইনিংসে মাত্র একটি চার মারতে পেরেছিলেন। গোটা ইনিংসটা তিনি সিঙ্গেলস এবং ডাবলস নিয়েই গড়েছিলেন। কিন্তু ভারতীয় উইকেট রক্ষক দীনেশ কার্তিক মনে করেন যে সূর্য কুমার যথেষ্ট বুদ্ধিদীপ্ত ভাবে নিজের শটগুলো বেছে নেননি। যদি তিনি সেটা করতেন তাহলে কালকেও নিজের স্বাভাবিক খেলা খেলতে পারতেন বলে জানিয়েছেন কার্তিক।
তিনি বলেছেন, “কাল মন্থর উইকেটে, যেখানে স্পিনারদের বল খেলতে সমস্যা হচ্ছে এবং লেগ সাইডে চারজন ফিল্ডার বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে আছে সেখানে সূর্যকুমার যাদব সুইপ করে বড় শট খেলার চেষ্টা করছিল। এমন করে এই সমস্ত পিছে বড় শট খেলা সম্ভব নয়। ওকে আরেকটু বুদ্ধিমান ভাবে শট নির্বাচন করতে হতো।”