চলেনি সিরিয়াল, অনস্ক্রিনে খুকুমণির মতো বাস্তবেও ব‍্যবসা শুরু করছেন দীপান্বিতা

বাংলাহান্ট ডেস্ক: শুরুটা খলনায়িকা হয়ে। তারপর সোজা নায়িকার চরিত্র। ভূমিকাতেই কাঁপিয়ে দিয়েছিল ‘খুকুমণি’ (Khukumoni Home Delivery)। মারকাটারি সংলাপ আর ধামাকাদার অ্যাকশন দৃশ‍্যে জমিয়ে দিয়েছিল ‘খুকুমণি হোম ডেলিভারি’। নায়িকা খুকুমণি ওরফে দীপান্বিতা রক্ষিতের (Dipanwita Rakshit) নামও তখন সবার মুখে মুখে।

দ্বিতীয় সিরিয়ালেই চমকে দিয়েছিলেন দীপান্বিতা। ডুবতে বসা স্টার জলসাকে একা হাতে টেনে তুলেছিলেন তিনি। তবুও শেষের দিকে টিআরপি কমে যাওয়ায় মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল খুকুমণি হোম ডেলিভারি। সিরিয়াল শেষ হওয়ার পর বেশ কয়েক মাস কেটে গিয়েছে। এতদিনে কোনো নতুন সিরিয়ালের কথা ঘোষনাও করেননি দীপান্বিতা।

IMG 20220617 234430
অবশেষে নিজের আগামী প্রোজেক্টের ব‍্যাপারে মুখ খুললেন অভিনেত্রী। না, কোনো সিরিয়াল নিয়ে ফিরছেন না তিনি। বর‌ং শুরু করছেন নিজের ব‍্যবসা। দক্ষিণ কলকাতায় একটি জিম খুলছেন দীপান্বিতা। ব‍্যবসায় তাঁর পার্টনার তাঁরই জিম ট্রেনার। দুজনে মিলেই শুরু করছেন এই নতুন ব‍্যবসা।

দীপান্বিতার জিমের নাম দ‍্য লায়নস ফিটনেস স্টুডিও। সন্তোষপুর মেট্রো স্টেশনের কাছে হাইল‍্যান্ড পার্কে আগামী ৩০ জুন থেকে খুলছে এই জিম। ইতিমধ‍্যেই ভিডিও বার্তায় এই সুখবর জানিয়েছেন দীপান্বিতা নিজেই। সঙ্গে দিয়েছেন জরুরি সমস্ত তথ‍্য।

তবে অভিনয় কিন্তু ছাড়ছেন না দীপান্বিতা। সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, খুকুমণি হোম ডেলিভারি শেষ হওয়ার পরেই একটি হিন্দি সিরিয়ালের প্রস্তাব এসেছিল তাঁর কাছে। কিন্তু চ‍্যানেলের সঙ্গে চূক্তিবদ্ধ হওয়ায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন দীপান্বিতা।

https://www.instagram.com/reel/Ce5Gzl0Bd0x/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে সফর শুরু করেছিল খুকুমণি। প্রথমেই টিআরপি তালিকার সেরা পাঁচে জায়গা করে নিয়েছিল এই সিরিয়াল। সে সময় স্টার জলসার একের পর এক সিরিয়াল খারাপ ফল করছে। সে সময়ে খুকুমণি শুধু চ‍্যানেল টপারই হয়নি, বাংলা সেরা ‘মিঠাই’কেই চাপে ফেলে দিয়েছিল।

তবে শেষের দিকে আগের গৌরব হারিয়ে ফেলেছিল খুকুমণি। তাই তড়িঘড়ি শেষ করে দেওয়া হয় সিরিয়াল। পর্দায় খুকুমণি হোম ডেলিভারির ব‍্যবসা করত। এবার বাস্তবে দীপান্বিতার ব‍্যবসা কতটা সফল হয় সেটাই দেখার।

Niranjana Nag

সম্পর্কিত খবর