অনাস্থা প্রস্তাব নিয়ে তুলকালাম! ভেঙে যাওয়ার পথে INDIA, ক্ষমা চেয়ে পরিস্থিতি সামলালেন খাড়গে

বাংলা হান্ট ডেস্ক : বাদল অধিবেশনের (Monsoon Session) শুরু থেকেই, বিরোধী জোট ইন্ডিয়ার সদস্যরা মণিপুর হিংসা (Manipur Violence) নিয়ে প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় সরকারকে (Government of India) ক্রমাগত আঘাত হেনে চলছে। এর জন্য করা হচ্ছে যাবতীয় পরিকল্পনা। এরই মধ্যে রয়েছে বিরোধী নেতাদের অফিসে প্রতিদিন সকালের মিটিং বা সাসপেন্ড হওয়া আপ (Aam Aadmi Party) সাংসদ সঞ্জয় সিংয়ের সাথে আলোচনা। কিন্তু গত কাল ২৬ জুলাই বিরোধী দলের এই ঐক্যে রীতিমতো অচলাবস্থা দেখা দেয়।

কী হয়েছিল ঘটনা? কংগ্রেস নেতা গৌরব গগৈ লোকসভায় সকাল ৯.২০ মিনিটে অনাস্থা প্রস্তাব পেশ করেন। বিরোধী জোট ইন্ডিয়ার সদস্যরা সকাল ১০টায় তাদের নিয়মিত বৈঠকের জন্য জড়ো হয়েছিল। বিষয়টি জানাজানি হলে বিরোধী দলের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পরিস্থিতি সামাল দেন এবং সহযোগী জোটের সদস্যদের সেই মুহুর্তে শান্ত করেন।

   

এক বিরোধী নেতা অভিযোগ জানিয়ে বলেন, ৪৯ জন অনাস্থা প্রস্তাবের নোটিশে স্বাক্ষর করেছিলেন। তারাও বিজেপি সরকারকে একটি স্পষ্ট বার্তা দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আমরা সবাই একসাথে ছিলাম, কিন্তু কংগ্রেস একাই প্রস্তাব পেশ করে বসে।

opposition modi shah

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এর জন্য ক্ষমা চেয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখা হবে। জানা যাচ্ছে, তিনি কথা দিয়েছেন এই ঘটনার পুনরাবৃত্তি আর কোনও দিন হবে না। সমাজবাদী পার্টি, টিএমসি, শিবসেনা (ইউটিবি), বাম এবং ডিএমকে সহ একাধিক নেতা কংগ্রেস একা নোটিশটি হস্তান্তরের বিষয়টি সামনে করেছেন। একজন সিনিয়র এমপি বলেছেন যে ‘খারগেজি বলেছেন যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে এবং আমি তার জন্য দুঃখিত। এই সমস্যা সমাধান করা হয়েছে।’

বৃহস্পতিবার বিরোধী জোট ইন্ডিয়ার সব সদস্যকে কালো পোশাক পরে প্রতিবাদ করতে দেখা যায়। শুধু তাই নয়, হাউস মুলতুবি হওয়ার মধ্যেই সঞ্জয় সিংয়ের সঙ্গে গান্ধী মূর্তির কাছে বসে থাকতে দেখা যায় বিরোধী জোটের সদস্যদের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর