বাংলা হান্ট ডেস্ক: নিরাপত্তার কথা মাথায় রেখে উপত্যাকার বেশ কিছু অঞ্চলে জারি হয়েছে ১৪৪ ধারা। টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের মানুষরা যাতে ডিটিএইচ পরিষেবা বঞ্চিত না হয়ে কোন অসুবিধা ছাড়াই টিভি দেখতে পারেন, তার জন্য ডিটিএইচ সংস্থা Dish TV নয়া এক সিদ্ধান্ত নিল।
সোমবার Dish TV-র পক্ষ থেকে জানানো হয়, রিচার্জ এর সময় পেরিয়ে গেলেও বন্ধ করা হবে না পরিষেবা। ‘Auto Pay Later’ অপশনের সাহায্যে এই ডিটিএইচ পরিষেবা চালু থাকবে রিচার্জের তারিখ পার হওয়ার পরেও। পরে নিজেদের সুবিধামতো গ্রাহকরা এই রিচার্জে টাকা উঠাতে পারবেন।
Dish TV-এর তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট সংযোগ না থাকায় এই মুহূর্তে গ্রাহকরা অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করতে পারছে না। তাই গ্রাহকদের সুবিধার্থে এই নতুন পরিকল্পনা। রিচার্জের নির্ধারিত তারিখ পেরিয়ে যাওয়ার ৪ দিন পরেও টিভি দেখতে পারবেন জম্বু কাশ্মীরের dish tvর গ্রাহকরা।
ইন্টারনেট না থাকায় জম্মু-কাশ্মীরের মানুষদের কাছে বিভিন্ন খবর সম্পর্কে জানতে টিভিই একমাত্র উৎস। তাই সমস্ত বিষয় পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিল Dish TV।