নোরার পর এবার দিশা, তুখোড় শরীরী মোচড়ে ভাইরাল নাচের ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইট নিজের ওপর কীভাবে ধরে রাখতে হয় দিশা পাটানির (Disha patani) থেকে ভাল বোধহয় আর কেউই জানেন না। নিত্যনতুন ফটোশুটে অনুরাগীদের মনে ঝড় তুলতে তাঁর জুড়ি মেলা ভার। স্টাইলিশ ওয়েস্টার্ন পোশাকে নিজেকে কীভাবে মেলে ধরতে হয় সেটাও খুব ভাল করেই জানেন দিশা পাটানি। এমনি এমনি কি আর ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের ঢল!

Disha Patani Latest Hot Wallpaper Full
দিশা পাটানি মানেই নতুন স্টাইল স্টেটমেন্ট। নতুন প্রজন্মের এই সুন্দরী নায়িকাকে ইনস্টাগ্রাম ‘সেনসেশন‘ বললে বোধ হয় খুব একটা ভুল বলা হয় না। নেটিজেনদের বুকে ঝড় তোলার জন্য তাঁর একটি ছবিই যথেষ্ট।

https://www.instagram.com/p/B-uKQY4Avg6/?igshid=uli0ao3q2d9e

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রায়ই নিত্যনতুন ছবি শেয়ার করেন দিশা। জনপ্রিয় ব্র্যান্ড কেলভিন ক্লেইন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন দিশা পাটানি। তাই এই ব্র্যান্ডের হয়ে প্রায়ই ফটোশ্যুট করতে দেখা যায় তাঁকে।

https://www.instagram.com/p/B_HVm8Pgs5Y/?igshid=nzjwzrc57f1

https://www.instagram.com/p/B_CLinUAIcu/?igshid=1nsiriued13ek

কেলভিন ক্লেইনের অন্তর্বাস পরিহিত অবস্থায় বহুবারই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বলা বাহুল্য প্রতিবারই পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ছবিগুলি।
তবে দিশার অনুরাগীরা খুব ভাল ভাবেই জানেন শুধুমাত্র অভিনয় না, নাচ ও জিমন‍্যাস্টিক্সেও একই রকম পারদর্শী তিনি। ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে মাঝে মাঝেই নাচের ভিডিও শেয়ার করতে দেখা যায় তাঁকে। তেমনই একটি নতুন ভিডিও নিজেদের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন দিশা।

https://www.instagram.com/p/B_AHVEbJKXg/?igshid=5p659ygars0d

https://www.instagram.com/p/B_Cvl0BJk6A/?igshid=1pd840pu68qjg

জনপ্রিয় হলিউড গায়িকা বেয়ন্সের গানের তালে পা মিলিয়েছেন তিনি। স্বল্প সময়ের এই ভিডিও দিয়েই সবার মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। ইতিমধ‍্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। এর কিছুদিন আগেই নোরা ফতেহিকেও দেখা গিয়েছিল নাচের ভিডিও শেয়ার করতে। আফ্রো, আরবান ও ডান্স হল এই তিন ধরনের নাচের স্টাইল ফিউশন করে নাচতে দেখা গিয়েছে তাঁকে। ৯ লক্ষ লাইক পড়ে গিয়েছে নোরার ভিডিওতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর