দিশার প্রেমিকের সামনেই হয়েছিল ধর্ষণ, সুশান্ত জেনে গিয়েছিলেন একথা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) ও তাঁর প্রাক্তন ম‍্যানেজার দিশা সালিয়ানের (disha saliyan) মৃত‍্যু নাড়িয়ে দিয়েছে গোটা বলিউডকে। এর মাঝে সুশান্ত মামলায় সামনে আসে মাদক যোগের তথ‍্য। নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর জেরায় একাধিক বলিউড তারকার নাম নেন রিয়া চক্রবর্তী যারা নিয়মিত নেশা করেন বলে অভিযোগ।

সুশান্তের মৃত‍্যুর এক সপ্তাহ আগে ৮ জুন মৃত‍্যু হয় দিশার। ওই দিন তাঁর অ্যাপার্টমেন্টে একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে দিশার প্রেমিক রোহনও উপস্থিত ছিলেন। কিন্তু দিশার মৃত‍্যুর পর থেকেই তিনি বেপাত্তা। এর ফলে নানা রকম প্রশ্ন উঠছে।


সুশান্তের বন্ধু তথা জিম পার্টনার সুনীল শুক্লার মতে, রোহন নিশ্চয়ই কিছু গোপন করছেন। সেই পার্টিতে রোহন ছাড়াও দিশার সব ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তাদের মধ‍্যে দীপ আজমেরা দিশার খুবই ভাল বন্ধু ছিলেন। রোহনের মতো তারাও নিরুদ্দেশ হয়ে গিয়েছেন।

এরই মাঝে দিশার মৃত‍্যুর প্রত‍্যক্ষদর্শী এক চাঞ্চল‍্যকর তথ‍্য ফাঁস করেছেন। ওই প্রত‍্যক্ষদর্শীর দাবি, মৃত‍্যুর ঠিক আগে ধর্ষণ করা হয়েছিল দিশাকে। রাত ৯টা থেকে ৯:৩০র মধ‍্যে ওই পার্টিতে উপস্থিত ছিলেন ওই ব‍্যক্তিও। এক সংবাদ মাধ‍্যমকে দেওয়া বয়ান অনুযায়ী ওই ব‍্যক্তি জানান, ৮ জুন মালাডে পার্টি চলছিল। প্রথম এক ঘন্টা ভালই চলেছে পার্টি। তারপরই দুজন বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, “কারোর কানে যাতে কোনো আওয়াজ না পৌঁছায় তার জন‍্য পার্টিতে মিউজিক আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল। ওই মাস্টার বেডরুমে দিশার সঙ্গে তাঁর হবু স্বামী রোহন রায়ও ছিলেন। কিছুক্ষণ পরে তারা বেরিয়ে আসে। আমি অবাক হয়ে গিয়েছিলাম এসব দেখে। আমি যা যা দেখেছি তা তদন্তকারী সংস্থাকেও বলতে পারি।”

তিনি আরও যোগ করেন, “দিশার মৃতদেহ দেখে রোহন ও তার বন্ধু বান্দ্রা স্টেশনের দিকে পালিয়ে যান। স্টেশনের সিসিটিভিতে নিশ্চয়ই এর প্রমাণ পাওয়া যাবে। দিশার মৃত‍্যু নিয়ে নানা রকম কথা বার্তা হচ্ছিল। সুশান্ত এই মামলার শেষ দেখতে চাইছিলেন। তিনি জানতে চাইছিলেন দিশার সঙ্গে ঠিক কি হয়েছিল। এমনকি নিজের বন্ধুকে ফোন করেও সুশান্ত সন্দেহ প্রকাশ করেছিলেন যে দিশার মৃত‍্যু আসলে হত‍্যা।”

প্রসঙ্গত, সম্প্রতি ভাইরাল হয়েছে সুশান্তের শেষ ইনস্টাগ্রাম স্টোরি। জানা যাচ্ছে, এই পোস্টের মাধ‍্যমে দিশাকে শেষবার স্মরণ করে তাঁর পরিবারকে সান্ত্বনাও দেন সুশান্ত।

ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, ‘এটা খুবই দুঃখজনক খবর। দিশার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। দিশার আত্মা শান্তি পাক এই কামনা করি।’ ইনস্টাগ্রামে একটি পেজে শেয়ার করা হয় সুশান্তের এই স্টোরি। তারপরেই ভাইরাল হয়ে যায় তা।

সম্পর্কিত খবর

X